বরিশালে নবান্ন উৎসব

বরিশালে নবান্ন উৎসব

বরিশালে নবান্ন উৎসব পালন করেছে মাতুয়া সম্প্রদায়।

শুক্রবার সকাল সাড়ে ১১ টায় নগরীর নতুন বাজার বিভাগীয় শ্রীশ্রী হরি-গুরুচাঁদ মতুয়া মন্দির অমৃত অঙ্গনে বরিশাল ও ইন্টারন্যাশনাল শ্রীশ্রী হরি-গুরুচাঁদ মতুয়া মিশনের উদ্যোগে এই নবান্ন উৎসব পালন করা হয়।

উৎসব ঘিরে মন্দির প্রাঙ্গনে ছিল বিভিন্ন আয়োজন। মতুয়ামন্দির প্রাঙ্গন থেকে বর্ণাঢ্য র‌্যালি বের হয়। র‌্যালিটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় মতুয়া মন্দির চত্বরে শেষ হয়। এরপর ধর্মীয় আলোচনা উপভোগ ও মহাপ্রসাদ গ্রহণ করেন তারা। উৎসব সুষ্ঠুভাবে সম্পন্ন করতে আইন শৃঙ্খলা বাহিনী মোতায়েন ছিল।