গৌরনদীতে মোটর সাইকেল দুর্ঘটনায় শিক্ষার্থীর মৃত্যু

গৌরনদীতে মোটর সাইকেল দুর্ঘটনায় শিক্ষার্থীর মৃত্যু

বরিশালের গৌরনদীতে পথচারীকে ধাক্কা দেয়ার পর মোটর সাইকেল দুর্ঘটনাকবলিত হয়ে লিমন মুন্সি (১৬) নামে আকে শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। দুর্ঘটনায় মোটর সাইকেল চালক ও এক আরোহী এবং পথচারী নারীসহ ৩জন গুরুতর আহত হয়েছে।

গত শনিবার রাত ৯টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কে গৌরনদী উপজেলার সুন্দরদী এলাকা অতিক্রমকালে ওই দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনায় নিহত মোটর সাইকেল আরোহী লিমন মুন্সি একই উপজেলার খাঞ্জাপুর পাঙ্গাশিয়া মাধ্যমিক বিদ্যালয়ে দশম শ্রেণির ছাত্র ও ভূরঘাটা গ্রামের নুরুল ইসলাম মুন্সির ছেলে।

গৌরনদী হাইওয়ে থানার ওসি শেখ আতিয়ার রহমান জানান, পাঙ্গাশিয়া মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র লিমন মুন্সি (১৬) ও তার সহপাঠী লিখন মুন্সি (১৫) গত শনিবার রাতে ভাড়ায় চালিত মোটর সাইকেল চালক রিফাত হাওলাদারের (১৬) মোটর সাইকেলে গৌরনদী থেকে নিজ বাড়ি ফিরছিলো। পথিমধ্যে রাত ৯টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের সুন্দরদী এলাকা অতিক্রমকালে পথচারী খাদিজা বেগমকে (৫০) ধাক্কা দিয়ে মোটর সাইকলেটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে গাছের সঙ্গে আছড়ে পড়ে। এতে মোটর সাইকেল আরোহী ওই ৩ জন এবং পথচারী নারীসহ ৪ জন আহত হয়। 

স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় লিমন মুন্সি, লিখন মুন্সী ও রিফাত হাওলাদার এবং পথচারী খাদিজা বেগমকে উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। শনিবার রাত ১১টার দিকে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় লিমন মুন্সির মৃত্যু হয়।