গৌরনদীতে মোটর সাইকেল দুর্ঘটনায় শিক্ষার্থীর মৃত্যু

বরিশালের গৌরনদীতে পথচারীকে ধাক্কা দেয়ার পর মোটর সাইকেল দুর্ঘটনাকবলিত হয়ে লিমন মুন্সি (১৬) নামে আকে শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। দুর্ঘটনায় মোটর সাইকেল চালক ও এক আরোহী এবং পথচারী নারীসহ ৩জন গুরুতর আহত হয়েছে।
গত শনিবার রাত ৯টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কে গৌরনদী উপজেলার সুন্দরদী এলাকা অতিক্রমকালে ওই দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনায় নিহত মোটর সাইকেল আরোহী লিমন মুন্সি একই উপজেলার খাঞ্জাপুর পাঙ্গাশিয়া মাধ্যমিক বিদ্যালয়ে দশম শ্রেণির ছাত্র ও ভূরঘাটা গ্রামের নুরুল ইসলাম মুন্সির ছেলে।
গৌরনদী হাইওয়ে থানার ওসি শেখ আতিয়ার রহমান জানান, পাঙ্গাশিয়া মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র লিমন মুন্সি (১৬) ও তার সহপাঠী লিখন মুন্সি (১৫) গত শনিবার রাতে ভাড়ায় চালিত মোটর সাইকেল চালক রিফাত হাওলাদারের (১৬) মোটর সাইকেলে গৌরনদী থেকে নিজ বাড়ি ফিরছিলো। পথিমধ্যে রাত ৯টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের সুন্দরদী এলাকা অতিক্রমকালে পথচারী খাদিজা বেগমকে (৫০) ধাক্কা দিয়ে মোটর সাইকলেটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে গাছের সঙ্গে আছড়ে পড়ে। এতে মোটর সাইকেল আরোহী ওই ৩ জন এবং পথচারী নারীসহ ৪ জন আহত হয়।
স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় লিমন মুন্সি, লিখন মুন্সী ও রিফাত হাওলাদার এবং পথচারী খাদিজা বেগমকে উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। শনিবার রাত ১১টার দিকে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় লিমন মুন্সির মৃত্যু হয়।