বরিশালে সাংবাদিক ইউনিয়নের বিক্ষোভ

বরিশালে সাংবাদিক ইউনিয়নের বিক্ষোভ

নবম ওয়েজবোর্ডের গ্রেজেট প্রকাশ, নোয়াবের মামলার প্রতিবাদ এবং সাংবাদিক ছাটাই বন্ধ করাসহ বিভিন্ন দাবিতে বরিশালে বিক্ষোভ সমাবেশ করেছে বরিশাল সাংবাদিক ইউনিয়ন। রোববার দুপুর সাড়ে ১২ টায় নগরীর সদর রোডের অশ্বিনী কুমার হল চত্ত্বরে এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
 
সংগঠনের সভাপতি পুলক চ্যাটার্জীর সভাপতিত্বে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশ বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক স্বপন খন্দকার, বরিশাল রিপোর্টার্স ইউনিটির সভাপতি সুশান্ত ঘোষ, সাধারণ সম্পাদক মিথুন সাহা এবং গৌরনদী প্রেসক্লাবের সাবেক সভাপতি জহিরুল ইসলাম জহিরসহ অন্যান্যরা। 

বক্তারা বলেন, দেশ দিন দিন উন্নয়নের ধারাবাহিকতায় এগিয়ে যাচ্ছে। এই উন্নয়ন কর্মকান্ড জনগণের সামনে তুলে ধরতে সংবাদ কর্মীদের কোন বিকল্প নাই। কিন্তু অর্থাভাবে সাংবাদিক সমাজ আজ অনাহারে দিন পাড় করছে। সাংবাদিক সমাজকে অনাহারে রেখে ডিজিটাল বাংলাদেশ গড়া কোনভাবেই সম্ভব হবে না। তাই অবিলম্বে নবম ওয়েজবোর্ডের গ্রেজেট প্রকাশের জন্য সরকারের প্রতি আহ্বান জানান বক্তারা।