চট্টগ্রাম নগরে মা-ছেলে খুন

চট্টগ্রাম নগরে মা-ছেলে খুন

নগরের পুরাতন চান্দগাঁও থানার নিকটবর্তী এলাকায় মা ও ছেলে খুন হয়েছে। নিহতরা হলেন গুলনাহার বেগম (৩৩) ও তার ছেলে রিফাত (৯)। 

সোমবার  রাত সাড়ে ৮টার দিকে পুরাতন চান্দগাঁও রমজান আলী সেরেস্তাদারের বাড়িতে এ ঘটনা ঘটে। 

চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান খন্দকার ঘটনাস্থল থেকে জানান, পুরাতন চান্দগাঁও রমজান আলী সেরেস্তাদারের বাড়িতে মা-ছেলে খুন হয়েছে। আমরা লাশের সুরতহাল রিপোর্ট তৈরির পর লাশগুলো মর্গে পাঠানো হবে। তবে কেন বা কারা এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত তা দ্রুত বের করার চেষ্টা করছি। নিহতদেও বাড়ি নোয়াখালীতে হলেও দীর্ঘদিন ধরে চান্দগাঁও এলাকায় বসবাস করে আসছেন তারা।