চতুর্থ ধাপের ইউপি নির্বাচন, বরিশাল বিভাগে আ.লীগের প্রার্থী যারা

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার ছোটবাইশদিয়ায় এ, বি, এম, আবদুল মান্নান, রাঙ্গাবালীতে মু. সাইদুজ্জামান মামুন, চালিতাবুনিয়ায় মু. জাহিদুর রহমান ও চরমোন্তাজে এ. কে. সামসুদ্দিন।
কলাপাড়ার নীলগঞ্জে মো. বাবুল মিয়া, টিয়াখালীতে সৈয়দ মশিউর রহমান ও চাকামইয়ায় মো. হুমায়ন কবির।
ভোলার বোরহানউদ্দিনের দেউলায় মো. শাহাজাদা তালুকদার, কাচিয়ায় আ. রব কাজী, হাসাননগরে মো. আবেদ, টগবীতে মো. জসিম উদ্দিন হাওলাদার, পক্ষিয়ায় মো. আবুল কালাম, বড়মানিকায় জসিমউদ্দিন ও কুতুবাতে নাজমুল আহসান।
তজুমুদ্দিন উপজেলার সোনাপুরে মেহেদী হাসান।
বরিশালের বাকেরগঞ্জের চরামদ্দিতে গাওসেল আলম খান (লাল), দুর্গাপাশায় মো. হানিফ তালুকদার ও নিয়ামতিতে মতিউর রহমান (বাদশা)।
বাবুগঞ্জের চাঁদপাশায় মো. দেলোয়ার হোসেন এবং হিজলার ধূলখোলায় এ, কে, এম, জসীম উদ্দিন।