বরিশালে নার্সদের পিপিই দিয়েছে বেসরকারি নার্সিং কলেজ ওনার্স অ্যাসোসিয়েশন ও ডিডাব্লিউএফ নার্সিং কলেজ

বেসরকারি নার্সিং কলেজ ওনার্স অ্যাসোসিয়েশন ও ডিডাব্লিউএফ নার্সিং কলেজের পক্ষ থেকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের নার্সদের জন্য পিপিই দেওয়া হয়েছে।
বৃহষ্পতিবার দুপুরে প্রতিষ্ঠানের পক্ষ থেকে অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক অধ্যক্ষ মো. জহিরুল ইসলাম শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. বাকির হোসেন ও সেবা তত্তাবধায়ক সেলিনা আক্তারের হাতে ওই পিপিই তুলে দেন।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, পটুয়াখালী জহির- মেহেরুন নাসির্ং কলেজের অধ্যক্ষ মেহেরুন নেছা, বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের সার্জারী বিভাগের সার্জন ডা. সুদীপ হালদার, ডা. সাবিহা সুলতানা ত্বন্বি, সিনিয়র স্টাফ নার্স কবিতা বিশ্বাস, ডিডাব্লিউএফ নার্সিং কলেজের একাডেমিক পরিচালক সুদীপ কুমার নাথ, দৈনিক ভোরের আলোর বার্তা সম্পাদক তন্ময কুমার নাথ সহ অন্যারা।