চতুর্থবারের মতো লকডাউনে ভিক্টোরিয়া

অস্ট্রেলিয়ার দ্বিতীয় ঘনবসতিপূর্ণ প্রদেশ ভিক্টোরিয়াতে চতুর্থবারের মতো লকডাউন শুরু হচ্ছে। এর রাজধানী মেলবোর্নে করোনাভাইরাসের সংক্রমণের হার উদ্বেগজনকহারে বাড়তে থাকায় এক সপ্তাহের লকডাউনের সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন। বৃহস্পতিবার মধ্যরাত থেকে এ লকডাউন কার্যকর হবে।
ভিক্টোরিয়ার ভারপ্রাপ্ত মুখ্যমন্ত্রী জেমস মেরলিনো বলেছেন, করোনা দ্রুতগতিতে ছড়াচ্ছে। আমরা যদি এখনই লকডাউনে না যাই তাহলে পরিস্থিতি আমাদের নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে।
লকডাউনের সাত দিনে ভিক্টোরিয়ায় অতি জরুরি প্রয়োজন ছাড়া বাইরে বাইরে বের হওয়া যাবে না। কোনো জনসমাবেশ করা যাবে না। বাড়ি থেকে ৫ কিলোমিটারের বাইরে যাওয়া যাবে না। মাস্ক পরা বাধ্যতামূলক। স্কুলও বন্ধ থাকবে।
সূত্র : বিবিসি