তজুমদ্দিনে চন্দ্রদ্বীপের উদ্যোগে জলবায়ু পরিবর্তন সভা

তজুমদ্দিনে চন্দ্রদ্বীপ ডেভেলপমেন্ট সোসাইটি প্রকল্পের উদ্যোগে জলবায়ু পরিবর্তন সভা অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার (২৫শে ফেব্রুয়ারি) সকাল ১০টায় চাদঁপুর ইউনিয়ন পরিষদের হলরুমে সিডিএস প্রকল্পের সমন্বয়কারী বাসুদেব গুহ সভাপতিত্বে সমন্বয় সভায় উপস্থিত ছিলেন সুশিলনের উপজেলা সমন্বয়কারী মোঃ মোস্তাফিজুর রহমান, প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও দ্বীপাঞ্চল ক্লাবের সাধারন সম্পাদক মোঃ হেলাল উদ্দিন লিটন, সাংবাদিক মোঃ আরিফ হোসেন, এম, কামাল উদ্দিন ও সুশিল সমাজের প্রতিনিধি মোঃ খোরশেদ আলম প্রমুখ ।
চন্দ্রদ্বীপ ডেভেল্পমেন্ট সোসাইটর উদ্যোগে জলবায়ু পরিবর্তন ও অভিযোজন প্রকল্পের অধিনে তজুমদ্দিন উপজেলায় বেসরকারী এনজিও ও সুশীল সমাজের প্রতিনিধিরা ওই সভায় অংশগ্রহন করেন।
সভায় জলবায়ু পরিবর্তনের ঝুকিগ্রস্ত জনগোষ্ঠীর সক্ষমতা বৃদ্ধির জন্য এই সমন্বয় সভার মাধ্যমে সকলের মতামতের ভিত্তিতে সমন্বিত ভাবে কাজ করার কর্মপরিকল্পনা গ্রহন করা হয়।