চাচাকে খুন করলো চার ভাতিজা

চাচাকে খুন করলো চার ভাতিজা

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় জমি সংক্রান্ত বিরোধের জেরে ভাতিজাদের ছুরিকাঘাতে চাচা কাশেম মিয়া (৪৫) খুন হয়েছেন। বৃহস্পতিবার বিকেলে উপজেলার পাকশিমুল ইউনিয়নের তেলিকান্দি গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত কাশেম ওই ইউনিয়নের তেলিকান্দি গ্রামের মৃত আব্দুল মান্নান মিয়ার ছেলে।

সরাইল থানার পরিদর্শক (তদন্ত) কবির হোসেন জানান, দীর্ঘদিন ধরে কাশেম মিয়ার সঙ্গে তার ভাই সিদ্দিক মিয়ার জমি নিয়ে বিরোধ চলছিলো। এরই জের ধরে বৃহস্পতিবার বিকেলে তাদের মধ্যে হাতাহাতি হয়। এক পর্যায়ে সিদ্দিক মিয়ার ছেলে মনির, আনোয়ার, সুজন ও সুমন মিলে চাচা কাশেমকে ছুরিকাঘাত করেন। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে তিনি মারা যান।

খবর পেয়ে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।