চারড্রাম চাবিলা মাছ উদ্ধার দশমিনায়

চারড্রাম চাবিলা মাছ উদ্ধার দশমিনায়

পটুয়াখালীর দশমিনা তেঁতুলিয়া নদীর তীর থেকে পরিত্যক্ত  চার ড্রামে ২শ’ কেজি ইলিশের বা”চা(চাপিলা) উদ্ধার করেন হাজীর হাট নৌ-পুলিশ ফাঁড়ি ইনচার্জ আবু আব্দুল্লাহসহ সঙ্গিয় ফোর্স।

বৃহস্পতিবার দুপুরে। উদ্ধারকৃত মাছ উপজেলা নির্বাহী অফিসারের নির্দেশে পরিষদ চত্তরে মাছগুলো উপজেলার বিভিন্ন এতিম খানাসহ প্রায় দেড় শতাধিক গরিব ও অসহায় মানুষের মাঝে বিতরন করেন। 

হাজীর হাট নৌ-পুলিশ ফাঁড়ি ইনচার্জ আবু আব্দুল্লাহ জানান, গোপন সংবাদের ভিত্তিতে তেঁতুলিয়া নদীর তীরে পরিত্যক্ত অব¯’ায় চারড্রামে ২শ’ কেজি চাপিলা মাছ উদ্ধার করে উপজেলা নির্বাহী অফিসারের নির্দেশে  এতিম খানাসহ প্রায় দেড় শতাধিক গরিব ও অসহায় মানুষের মাঝে বিতরন করা হয়েছে।