ছাত্র ইউনিয়নের শীর্ষ পাঁচ নেতাকে হত্যার হুমকি দিয়ে চিঠি

ছাত্র ইউনিয়নের শীর্ষ পাঁচ নেতাকে হত্যার হুমকি দিয়ে চিঠি
বাংলাদেশ ছাত্র ইউনিয়নের শীর্ষ পাঁচ নেতাকে উড়ো চিঠি দিয়ে হত্যার হুমকি দেওয়া হয়েছে। শুক্রবার দুপুরে এই উড়ো চিঠি রাজধানীর মুক্তিভবনে সংগঠনটির কেন্দ্রীয় কার্যালয়ে পৌঁছায়। বিষয়টি নিশ্চিত করেছেন ছাত্র ইউনিয়নের সভাপতি মেহেদী হাসান নোবেল। এ ঘটনায় সাধারণ ডায়েরি দায়ের করার প্রক্রিয়া চলছে বলেও তিনি জানান। জানতে চাইলে পল্টন থানার দায়িত্বরত কর্মকর্তা উপ-পরিদর্শক সেলিনা আক্তার জানান, ‘এ রকম অভিযোগ নিয়ে এখনও কেউ থানায় জিডি করতে আসেননি। জিডি করলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’ মেহেদী হাসান নোবেল বলেন, চিঠিটিতে ভোলার চরফ্যাশন পোস্ট অফিসের সিল দেওয়া আছে। তবে প্রেরকের ঠিকানায় ভোলার বোরহান উদ্দিন উপজেলার আব্দুল হালিমের নাম উল্লেখ করা হয়েছে। শুক্রবার (২৬ জুলাই) দুপুরে ওই চিঠি হাতে পেয়েছি।’ নোবেল জানান, চিঠিতে তার নিজের নামসহ আরও চার জনের নাম উল্লেখ করা হয়েছে। তারা হলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি ফয়েজ উল্লাহ, ঢাকা জেলা সভাপতি আরিফুল ইসলাম সাব্বির, ঢাকা মহানগর সভাপতি জহর লাল রায় ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সভাপতি নজির আমিন চৌধুরী জয়। চিঠিতে উল্লেখ করা হয়েছে, ‘আই অ্যাম নট ইয়োর এনিমি। আই অ্যাম ইয়োর ফ্রেন্ড। গো আউট ফ্রম দ্য ডিইউ/জেইউ ক্যাম্পাস। উই উইল কিল ইউ। উই উইল স্টাবলিশ ইসলাম।’ এই বিষয়ে ছাত্র ইউনিয়নের সভাপতি মেহেদী হাসান নোবেল বলেন, ‘সাম্প্রদায়িকতার বিরুদ্ধে শক্ত অবস্থান নেওয়ায় ছাত্র ইউনিয়ন নেতারা ধর্মীয় জঙ্গিদের টার্গেট হয়ে থাকতে পারেন।’ বিষয়টি নিয়ে থানায় জিডি করার পাশাপাশি তারা নিরাপত্তার জন্য পুলিশের কাছে আবেদন করবেন বলেও তিনি জানান।