ছুটি বাতিল করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়

ছুটি বাতিল করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়

করোনা সংক্রমণ কমাতে গত বছরের মার্চে বন্ধ হয় ঢাকা বিশ্ববিদ্যালয়। দীর্ঘ সময় বন্ধ থাকায় শিক্ষার্থীদের সম্ভাব্য সেশনজট নিরসনের উপায় হিসেবে ২০২১-২০২২ শিক্ষাবর্ষের ক্যালেন্ডারের শরৎকালীন ছুটি ও শীতকালীন ছুটি বাতিল করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়।

বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের গণসংযোগ অধিদপ্তর থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছুটির তালিকায় দেখা গেছে দুর্গাপূজা, শরৎকালীন ছুটি ও বিশ্ববিদ্যালয় শোক দিবস উপলক্ষে একত্রে ছুটি ১০ দিন এবং শীতকালীন ছুটি ১৭ দিন।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, করোনার উদ্ভূত পরিস্থিতিতে শিক্ষার্থীদের সম্ভাব্য সেশনজট নিরসনের উপায় হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২১-২০২২ শিক্ষাবর্ষের ক্যালেন্ডারের শরৎকালীন ছুটি ও শীতকালীন ছুটি বাতিল করা হয়েছে। তবে দুর্গাপূজা উপলক্ষ্যে ২০২১ সালের ১২-১৫ অক্টোবর, লক্ষীপূজা উপলক্ষ্যে ১৯ অক্টোবর, শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষ্যে ১৪ ডিসেম্বর, মহান বিজয় দিবস উপলক্ষ্যে ১৬ ডিসেম্বর ও যিশুখ্রিষ্টের জন্মদিবস উপলক্ষ্যে ২৫ ডিসেম্বর-এর ছুটি যথারীতি বহাল থাকবে।