বরিশালে গোয়েন্দা পুলিশের অভিযানে ২ কেজি গাঁজা সহ আটক ৭জন

বরিশাল নগরীর রূপাতলী এলাকায় গোয়েন্দা পুলিশের পৃথক অভিযানে দুই নারী মাদক বিক্রেতা সহ ৭ জনকে আটক হয়েছে। গত শুক্রবার (১২-০৩-২০২০) রাতে রূপাতলী লালাদিঘির পাড় এবং পল্লী বিদ্যুত এলাকা থেকে ২ কেজি গাঁজা সহ আটক করা হয় তাদের। এরা হলো আবুল কাশেম, সাইফুল সরদার, রাসেল খাঁন, শিহাব হাওলাদার, মো. সাইফুল, লাভলী আক্তার ও কমলা বেগম।
গতকাল শনিবার আটকৃকতদের বিরুদ্ধে কোতয়ালী মডেল থানায় পৃথক মাদক মামলা দায়ের করে তাদের আদালতে সোপর্দ করে পুলিশ। মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক পলি আফরোজ ওই ৭জনকে কারাগারে প্রেরনের নির্দেশ দেন।
নগর গোয়ন্দা পুলিশের ওসি ছগির হোসেন এই তথ্য নিশ্চিত করেছেন।