জলবায়ু পরিবর্তন মোকাবেলার দাবিতে বরিশালে মানববন্ধন

জলবায়ু পরিবর্তন মোকাবেলার দাবিতে বরিশালে মানববন্ধন

জলবায়ু পরিবর্তনের ক্ষতি মোকাবেলার দাবিতে বরিশালে মৌন মানববন্ধন এবংর‌্যালি অনুষ্ঠিত হয়েছে। বেসরকারী উন্নয়ন সংস্থা আভাস এবং ইয়ুথ সদস্যদের ব্যানারে আজ শুক্রবার সকাল সাড়ে ১১টায় নগরীর সদর রোডের অশ্বিনী কুমার হলের সামনে  মানববন্ধন অনুষ্ঠিত হয়। 

এ সময় আভাস নির্বাহী পরিচালক রহিমা সুলতানা কাজল, বরিশাল সাংবাদিক ইউনিয়নের সভাপতি মনিরুল আলম স্বপন খন্দকার এবং ইয়ুথ টিম লিডার শামানা আক্তার সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। 

মৌন মানববন্ধনে জলবায়ু পরিবর্তনের ক্ষতি মোকাবেলায় বিভিন্ন দাবী সংবলিত প্লাকার্ড প্রদর্শন করা হয়। এর আগে একই দাবিতে নগরীতে একটি মৌন র‌্যালি করা হয়। নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে র‌্যালিটি বরিশাল সদর রোডের অশ্বিনী কুমার হলের সামনে গিয়ে শেষ হয়।