জাতীয় পার্টির চেয়ারম্যানের উপদেষ্টা হলেন ইকবাল হোসেন তাপস

জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের এমপি’র উপদেষ্টা হয়েছেন শিক্ষানুরাগী ও সমাজসেবক ইকবাল হোসেন তাপস।
বুধবার জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের এমপি’র স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, জাতীয় পার্টির নবম জাতীয় সম্মেলনের প্রদত্ত ক্ষমতা ও গঠনতন্ত্রের ধারা ১২-এর ৩ উপধারা ও ধারা-২০ উপধারা ১(১) ক এর বিধান অনুযায়ী জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির যুগ্ন মহাসচিব থেকে পদোন্নতি প্রদান করে ইকবাল হোসেন তাপসকে চেয়ারম্যানের উপদেষ্টা হিসেবে নিয়োগ প্রদান করা হলো।
চেয়ারম্যানের উপদেষ্টা পদে থেকে জাতীয় পার্টির সাংগঠনিক কার্যক্রমকে আরো গতিশীল করবেন, সেই সাথে জেলা-উপজেলাসহ পার্টির সকল কার্যক্রমে সক্রিয়ভাবে অংশগ্রহন করবেন।
এদিকে বাবুগঞ্জ উপজেলার দরিয়াবাদ গ্রামের কৃতি সন্তান ইকবাল হোসেন তাপস জাতীয় পার্টির চেয়ারম্যানের উপদেষ্টা নির্বাচিত হওয়ায় তাকে অভিনন্দন জানিয়েছেন জাতীয় পার্টির বরিশাল জেলা ও মহানগর কমিটির নেতৃবৃন্দরা।
উল্লেখ্য, ইকবাল হোসেন তাপস এর আগে জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির যুগ্ন মহাসচিব থেকে জাতীয় পার্টিকে সংগঠিত করার ক্ষেত্রে ব্যাপক অবদান রাখেন। এ কারণে বিগত বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদে তাকে জাতীয় পার্টির মনোনয়ন দেওয়া হয়।