জয় পেল লিভারপুল

ইংলিশ প্রিমিয়ার লিগের বর্তমান চ্যাম্পিয়ন লিভারপুলের সময়টা মোটেই ভালো যাচ্ছে না। ছন্দহীন পারফরম্যান্সে একের পর এক ম্যাচ হেরে শিরোপা জয়ের দৌড়ে তারা বেশ পিছিয়ে পড়েছে। তবে পয়েন্ট টেবিলের তলানির দল শেফিল্ড ইউনাইটেডকে রবিবার রাতে ২-০ ব্যবধানে হারিয়েছে তারা।
অবশ্য রবিবার শেফিল্ডের মাঠে প্রথমার্ধে জালের নাগাল পায়নি অলরেডরা। ৪৮ মিনিটের মাথায় ক্রুতিস জোন্স গোল করে এগিয়ে নেন দলকে। আর ৬৪ মিনিটে রবার্তো ফিরমিনোর নেওয়া শট শেফিল্ডের কিয়ান ব্রিয়ানকে ছুঁয়ে জালে আশ্রয় নিলে ব্যবধান হয় ২-০। এই ব্যবধানের জয় নিয়েই মাঠ ছাড়ে জার্গেন ক্লপের শিষ্যরা।
অবশ্য এই আত্মঘাতি গোলটি ছিল লিভারপুলের ইতিহাসে প্রিমিয়ার লিগে ৭০০০তম গোল।
এই জয়ে ২৬ ম্যাচ থেকে ৪৩ পয়েন্ট সংগ্রহ করে লিভারপুল অবস্থান নিয়েছে পয়েন্ট টেবিলের ষষ্ঠ স্থানে।