ঝালকাঠি মহিলা দলের সম্মেলন পুলিশি বাধায় বরিশালে

বৃহস্পতিবার (১৮ নভেম্বর) ঝালকাঠিতে পুলিশের বাধায় কর্মী সম্মেলনের আয়োজন করতে না পেরে বরিশালে আয়োজন করে মহিলা দল। বরিশাল নগরীর ডিসি ঘাট এলাকার একটি রেস্তোরাঁয় ঝালকাঠি মহিলা দলের কর্মী সম্মেলন হয়।
মহিলা দলের কর্মী সম্মেলনে প্রধান অতিথি মহিলা দলের কেন্দ্রীয় সভাপতি আফরোজা আব্বাস বলেন যে মামলায় বেগম জিয়া জেলে আছেন, একই ধরনের মামলা সরকার প্রধানের বিরুদ্ধেও ছিল। আইন সবার জন্য সমান হলেও তারা তাদের মামলাগুলো খারিজ করালো আর বিএনপির মামলাগুলো বহাল রাখলো।
ঝালকাঠী জেলা মহিলা দলের এই সম্মেলন ঝালকাঠিতে অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও সেখানে ক্ষমতাসীন দল এবং পুলিশের বাধার মুখে সম্মেলন করতে না পেরে বরিশালে এই সম্মেলন করেন তারা।
কর্মী সম্মেলনে মতিয়া মাহফুজ জুয়েলকে সভাপতি এবং এলিনা জামান লিজাকে সাধারন সম্পাদক করে ৪১ সদস্য বিশিষ্ট ঝালকাঠি জেলা মহিলা দলের কমিটি করা হয়।
সম্মেলনে অন্যান্যের মধ্যে কেন্দ্রীয় মহিলা দালের সাধারন সম্পাদক সুলতানা আহম্মেদ, বরিশাল বিভাগীয় টিম লিডার ও কেন্দ্রীয় কমিটির সহ-সভানেত্রী জেবা আমিন গাজী, ঝালকাঠি জেলা বিএনপির আহবায়ক সৈয়দ হোসেন এবং সদস্য সচিব শাহাদাত হোসেন উপস্থিত ছিলেন।