ঝালকাঠিতে ইলিশ শিকারের অপরাধে ৬ জেলের কারাদণ্ড

ঝালকাঠিতে ইলিশ শিকারের অপরাধে ৬ জেলের কারাদণ্ড

রবিবার রাতে জেলা প্রশাসন, পুলিশ ও কোস্টগার্ডের যৌথ অভিযানে বিষখালী নদী থেকে মা ইলিশ শিকারের সময় মৌসুমী জেলে উজ্জ্বল ও আবুল কালামকে আটক করা হয়।

ঝালকাঠির বিষখালী নদীতে নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ শিকারের অপরাধে দুই জেলেকে এক বছরের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

এ সময় বেশ কিছু কারেন্ট জাল জব্দ করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তাছবীর হোসেন ওই দুই জেলেকে এক বছর করে কারাদণ্ড প্রদান করেন।

আটকরা জেলা সদরের কিস্তাকাঠী আবাসন এলাকার বাসিন্দা। জব্দকৃত জালগুলো জেলা প্রশাসক কার্যালয়ের সামনে আজ সকালে পুড়িয়ে ফেলা হয়েছে।

এর আগে রাজাপুর উপজেলার বড়ইয়া ইউনিয়নের চল্লিশকাহনিয়া ও উত্তর পালট এলাকার বিষখালী নদীতে অভিযান চালিয়ে চার জেলেকে আটক করা হয়।

এ সময় তাদের কাছ থেকে বার হাজার মিটার কারেন্ট জাল ও পঁচিশ কেজি ইলিশ মাছ জব্দ করা হয়েছে।

দণ্ডপ্রাপ্তরা হলেন- উপজেলার উত্তমপুর এলাকার আব্দুল বারেক ফরাজীর ছেলে মিজানুর ফরাজী, নলছিটি উপজেলার রাজাবাড়িয়া এলাকার মৃত সোবাহান সিকদারের ছেলে জাকির সিকদার, বৈশাখিয়া এলাকার ইদ্রিস হাওলাদারের ছেলে রাজিব হাওলাদার, ইউসুব আলী খানের ছেলে নুরুল ইসলাম খান।

জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তাছবীর হোসেন বলেন, নিষেধাজ্ঞা অমান্য করে কিছু অসাধু জেলে বিষখালী নদীতে নেমে ইলিশ শিকার করছিলেন। তাদেরকে আটক করে পরে ভ্রাম্যমাণ আদালতে প্রত্যেককে এক বছর করে কারাদণ্ড দেয়া হয়।


ভোরের আলো/ভিঅ/১৯/২০২০