বরিশালে যুবদলের বিক্ষোভ মিছিল

কেন্দ্রীয় যুবদলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু ও সহ-সভাপতি নুরুল ইসলাম নয়নকে গ্রেফতারের প্রতিবাদে বরিশালে বিক্ষোভ মিছিল করা হয়েছে।
সোমবার (৫ ডিসেম্বর) বিকেলে বরিশাল নগরের হাসপাতাল রোড এলাকা থেকে মহানগর যুবদলের সাধারণ সম্পাদক মাসুদ হাসান মামুনের নেতৃত্বে এ মিছিল বের করা হয়।
যা নগরের বিভিন্ন সড়ক হয়ে সদররোডস্থ দলীয় কার্যালয়ে এসে শেষ হয়।পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন মহানগর যুবদলের সাধারণ সম্পাদক মাসুদ হাসান মামুন।
এসময় আরও উপস্থিত ছিলেন, মহানগর যুবদলেরর সহ-সভাপতি খাইরুল ইসলাম শাহিন, অলিউল ইসলাম রুবেল, যুগ্ম সম্পাদক জি.এম মনির প্রমুখ।বক্তারা অবিলম্বে সুলতান সালাউদ্দিন টুকু ও নুরুল ইসলাম নয়নসহ সব বিএনপি নেতাকর্মীর নিঃশর্ত মুক্তির দাবি জানান।