ঝালকাঠিতে হোম কেয়েরেন্টাইনে ১২৮

ঝালকাঠিতে হোম কেয়েরেন্টাইনে ১২৮

ঝালকাঠিতে ১৮১ জন প্রবাসীর থেকে ৫৩ জনকে হোম কেয়েরেন্টাইন থেকে ছেড়ে দিয়েছে স্বাস্থ্য বিভাগ। বর্তমানে জেলায় হোম কেয়েরেন্টাইনে রয়েছেন ১২৮ জন। ঝালকাঠি সিভিল সার্জন ডা. শ্যামল কৃষ্ণ এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, জেলায় চিকিৎসা সেবা দিতে সার্বক্ষণিক ব্যবস্থা রয়েছে হাসপাতালগুলোতে। ডাক্তার, নার্সসহ চিকিৎসা সংক্রান্ত সকল ব্যক্তি নিরাপত্তার মধ্যেই চিকিৎসা সেবা প্রদান করা হচ্ছে। ইতোমধ্যেই পিপিই পোশাক পরে সকলের চিকিৎসা দিচ্ছেন তারা।

তবে সরকারি গোয়েন্দা সূত্রে জানা গেছে, প্রায় হাজার খানেক প্রাবাসী এ জেলার বাসিন্দা নির্ধারিত সময়ের মধ্যে দেশে এসেছেন। এদের অনেককেই হোম কেয়েরেন্টাইনের আওতায় আনা যায়নি। গোপনে তাদের অবস্থান জানার চেষ্টা চলছে। 

 

হোম কোয়েরেন্টাইনের ব্যাপারে ডা. শ্যামল কৃষ্ণ জানিয়েছেন, অনেকের তালিকা ধরে বাড়ি গিয়ে খুঁজে পাওয়া যাচ্ছে না। ভুয়া ঠিকানা ব্যবহার করায় স্থানীয় জনপ্রতিনিধিরাই তাদের পরিচয় নিশ্চিত করতে পারেননি। তাই তাদের অবস্থান জানা যাচ্ছে না। এ কারণেই বিদেশ ফেরত সবাইকে হোম কেয়েরেন্টাইনের আওতায় আনা যায়নি। সিভিল সার্জন ও প্রশাসনের সাথে সমন্বয় করেই কাজ চালিয়ে যাওয়া হচ্ছে।

ঝালকাঠি সদর থানার ওসি খলিলুর রহমান বলেন, অনেক প্রবাসী বিড়ম্বনা এড়াতে পালিয়ে বেড়াচ্ছে। আবার অনেকের মধ্যে ভয় কাজ করছে যাতে কোন ধরনের অপ্রীতিকর পরিস্থিতিতে না পড়তে হয়।