ঝিনাইদহে ২৪ ঘণ্টায় ২৪ জন করোনায় আক্রান্ত

ঝিনাইদহে ২৪ ঘণ্টায় ২৪ জন করোনায় আক্রান্ত

ঝিনাইদহে গত ২৪ ঘণ্টায় করোনায় দুই জন ও করোনা উপসর্গ নিয়ে একজন মারা গেছে। আক্রান্ত হয়েছে ২৪ জন। এদিকে ঝিনাইদহ জেলায় লকডাউনের ৫ম দিন চলছে। 

জেলা শহর ও উপজেলা শহরগুলোতে লকডাউন চললেও গ্রামে লকডাউনের প্রভাব নেই। গ্রামাঞ্চলে ইজিবাইক ভ্যান-রিকসা চলছে। মানুষ বাড়ি থেকে বের হয়ে ঘুরাফেরা করছে। সকাল বিকালে চায়ের দোকানে আড্ডা দিচ্ছে। স্বাস্থ্যবিধি মানছে না।

গত ২৪ ঘণ্টায় ৩৬ জনের নমুনা পরীক্ষায় ২৪ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৩৮ দশমিক ৮৮ ভাগ। এনিয়ে জেলায় আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৩ হাজার ৯শত ৪ জন। ঝিনাইদহ সদরসহ ৬টি উপজেলা হাসপাতালে ভর্তির মধ্যে সদরে ৫৫, শৈলকূপায় ৭, কালীগঞ্জে ৯, কোটচাঁদপুরে ৩, হরিনাকুন্ডুতে ৫ ও মহেশপুরে ২জন। এ পর্যন্ত সরকারি হিসাবে মৃত হয়েছে ৮১ জনের। বিষয়টি নিশ্চিত করেছেন সিভিল সার্জন সেলিনা বেগম।