টাইগারদের বোলিং তোপে কাঁপছে প্রোটিয়ারা

সেঞ্চুরিয়নের সুপারস্পোর্ট পার্ক মাঠটা বাংলাদেশের জন্য সৌভাগ্যের বলতে হবে। এ মাঠেই সিরিজের প্রথম ওয়ানডেতে স্বাগতিক দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে ইতিহাস গড়ে টাইগাররা। দক্ষিণ আফ্রিকার মাটিতে যা বাংলাদেশের প্রথম জয়।
সেই একই মাঠে বুধবার সিরিজ জয়ের মিশনে নেমে স্বাগতিকদের চেপে ধরেছে টাইগাররা। সফরকারীদের বোলিং তোপে রীতিমতো কাঁপছে দক্ষিণ আফ্রিকা দল।
কুইন্টন ডি কককে ফিরিয়ে মেহেদী হাসান মিরাজ উইকেট উৎসব শুরু করেছিলেন। এরপর তাসকিন আহমেদের জোড়া আঘাত। পরে সাকিব আল হাসান ও শরিফুল ইসলাম যোগ দিলেন উইকেট উৎসবে। তাতে বিনা উইকেটে ৪৬ রান থেকে ৫ উইকেটে ৮৩ রানে পরিণত হলো প্রোটিয়ারা।
এ মাঠে সিরিজের প্রথম ওয়ানডে বাংলাদেশ জিতেছিল ৩৮ রানে। পরে জোহানেসবার্গে দ্বিতীয় ওয়ানডে ৭ উইকেটে জিতে নেয় দক্ষিণ আফ্রিকা। তাতে তিন ম্যাচ সিরিজে ফিরে ১-১ সমতা। চলমান ম্যাচটা তাই সিরিজ নির্ধারণী।