বরিশালে চিরন্তনীর সভাপতি সজল, সম্পাদক জয়ন্ত

বরিশালে চিরন্তনীর সভাপতি সজল, সম্পাদক জয়ন্ত

বরিশালে হিন্দু ধর্মীয় সংগঠন চিরন্তনী বৈদিক সাংস্কৃতিক সংগঠনের তৃতীয় বার্ষিক কর্মী সম্মেলন ও সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। সাধারণ সভায় নতুন কমিটিতে সভাপতি হিসেবে নিবার্চিত হয়েছে সুব্রত দেবনাথ সজল এবং সাধারণ সম্পাদক জয়ন্ত কুমার শীল।

শুক্রবার (২২ জানুয়ারি) বিকেল ৩টায় বরিশাল নগরীর অমৃত লাল দে মহাবিদ্যালয়ের সভা কক্ষে ওই সাধারণ সভা অনুষ্ঠিত হয়।  সাধারণ সভায় নতুন কমিটি ঘোষনা করেন নির্বাচন কমিশনার সংগঠনের সিনিয়র সদস্য মিন্টু কুমার কর।

নতুন কমিটিতে অন্য যারা নির্বাচিত হয়েছে, সহ সভাপতি কমল ঘোষ, কিশোর কুমার বালা, সহ সাধারণ সম্পাদক সৈকত চন্দ্র দে, কোষাধক্ষ্য সুদিপ্তা কর, সহকারী কোষাধক্ষ্য নিলয় সমদ্দার, সাংগঠনিক সম্পাদক আবির সমদ্দার, সাংস্কৃতিক সম্পাদক পূজা রানী রায়, প্রচার সম্পাদক অনিম বসু, দপ্তর সম্পাদক প্রন্ত দাস আকাশ, কার্য নিবার্হী সদস্য প্রান্ত দত্ত, বর্ষন কুমার দেসহ আরো দুইজন কার্য নিবার্হী সদস্য পদ খালি রয়েছে।

সভাপতি সুব্রত দেবনাথ জানিয়েছেন কার্য নিবার্হী সদস্য পদ দুটি আমরা একটু ভেবে পরে সিধান্ত নিব।

ওই সময় সভায় উপস্থিত ছিলেন, অরুন চন্দ্র ঘোষ, দিবাকর দাস, সুকান্ত অপি, সঞ্জয় দেবনাথ, তন্ময় দেবনাথ,  অনিক সমদ্দার, সঞ্জয় কুমার দে, রিপা দাস, ঝর্ণা শীল, সঞ্জীতা রানী দেসহ সংগঠনের কর্মীবৃন্দ।