বাকেরগঞ্জে বাসের চাপায় পথচারী নিহত,ইঞ্জিন বন্ধ না করে বাস রেখে পালাল চালক

বাকেরগঞ্জে বাসের চাপায় পথচারী নিহত,ইঞ্জিন বন্ধ না করে বাস রেখে পালাল চালক

বরিশাল-পটুয়াখালী মহাসড়কের বাকেরগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় বাসের চাপায় আসলাম হাওলাদার (৪০) নামে এক পথচারী নিহত হয়েছে।  বুধবার বিকেল ৪ টায় এই দুর্ঘটনা ঘটে। নিহত আসলাম ওই উপজেলার রঙ্গশ্রী ইউনিয়নের বিরংগল গ্রামের আব্দুল মোতালেব হাওলাদারের ছেলে এবং পেশায় একজন মুরগী ব্যবসায়ী ছিলেন। 

প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা থেকে কুয়াকাটাগামী মল্লিক পরিবহনের একটি বাস বাকেরগঞ্জ বাসস্ট্যান্ডের ব্রিজে ওঠার আগে পথচারী আসলামকে ধাক্কা দেয়। এতে আসলাম ছিটকে বাসের চাকার নীচে পড়ে। বাসের চালক বিষয়টি বুঝতে পেরে স্টিয়ারিং ছেড়ে জানালা দিয়ে লাফিয়ে পালিয়ে যায়। ইঞ্জিন বন্ধ না হওয়ায় বাসটি পিছনের দিকে গিয়ে বাসস্ট্যান্ড সংলগ্ন সরকারি কলেজের সামনে ৬টি সিএনজি দুমরে-মুচরে দেয়। দুর্ঘটনার পর বিক্ষুদ্ধ জনতা টায়ার জ্বালিয়ে ঘন্টাব্যাপী বিক্ষোভ করে। এ সময় বাসস্ট্যান্ড ব্রিজের দুই পাশে শতাধিক যানবাহন আটকা পড়ে। 

খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মাধবী রায় এবং থানার পরিদর্শক (তদন্ত) সত্য রঞ্জন খাসকেল ঘটনাস্থল পরিদর্শন করেন। 

পরিদর্শক সত্য রঞ্জন জানান, বিক্ষোভরতদের বিচারের আশ্বাস দেয়ায় তারা অবরোধ তুলে নেয়। পরে যানবাহন চলাচল স্বাভাবিক হয়। অভিযুক্ত বাস চালককে গ্রেফতারের চেস্টা চলছে বলে তিনি জানান।