ডেঙ্গু সচেতনতায় বরিশালে বিএনপির লিফলেট বিলি

বরিশালে বিএনপি চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি এবং ডেঙ্গু জ্বর হলে করণীয় বিষয়ক সচেতনতামূলক প্রচারপত্র বিলি করেছে বিএনপি। বৃহস্পতিবার বেলা ১২ টায় মহানগর বিএনপি’র উদ্যোগে নগরীর সদর রোডে অশ্বিনী কুমার হলসহ সর রোড এলাকায় পথচারী, ব্যবসা প্রতিষ্ঠানসহ বিভিন্ন গাড়ীতে এসব প্রচারপত্র বিলি করেন মহানগর বিএনপি নেতারা।
এ সময় বরিশাল মহানগর বিএনপি সিনিয়র সহ-সভাপতি মনিরুজ্জামান ফারুক, মহানগর বিএনপি ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক জিয়া উদ্দিন সিকদার জিয়া, মহসিন মন্টু, আখতার হোসেন মেবুল, বশির আহমেদ, বিসিসি’র সাবেক প্যানেল মেয়র তাছলিমা কালাম পলি, শামীমা আকবরসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।