ডেঙ্গুতে আক্রান্ত বিএনপির ভাইস চেয়ারম্যান শাহজাহান

ডেঙ্গুতে আক্রান্ত বিএনপির ভাইস চেয়ারম্যান শাহজাহান
বিএনপির ভাইস চেয়ারম্যান ব্যারিস্টার শাহজাহান ওমর ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। তাকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়েছে। ডেঙ্গুতে আক্রান্ত হয়ে একই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন যুবদলের সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকুর ছেলে। ছেলের সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন ছাত্রদলের সাবেক এই সভাপতি। এদিকে, খবর পেয়ে সোমবার বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তাদের দেখতে হাসপাতালে যান। সেখানে তিনি তাদের চিকিৎসার খোঁজখবর নেন এবং পরিবারকে সান্ত্বনা দেন।