ঢাকা কলেজে ছাত্রলীগের ২ গ্রুপের সংঘর্ষ

ঢাকা কলেজে ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।শনিবার (৩ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার পর এ ঘটনা ঘটে।
কলেজ শাখা ছাত্রলীগ সূত্রে জানা গেছে, দু’দিন ধরে কলেজ ছাত্রবাসের দক্ষিণ ব্লক ও উত্তর ব্লকের মধ্যে উত্তেজনা বিরাজমান ছিল। শনিবার রাতে দক্ষিণ ব্লকের আল আমিন শিকদারকে একা পেয়ে উত্তর ব্লকের ছাত্রলীগ কর্মীরা মারধর করে। পরবর্তীতে দুই গ্রুপ সংঘর্ষ জড়িয়ে পড়ে। এ সময় ইটের আঘাতে ঢাকা কলেজ সাংবাদিক সমিতির এক সদস্য আহত হন।
প্রত্যক্ষদর্শী সাইদ বলেন, পরশু দিনের ঘটনাকে কেন্দ্র করে আজকে সাউথ ব্লক, নর্থ ব্লকের এক জনকে পেটায়। পরবর্তীতে নর্থ ব্লক, সাউথ ব্লকের এক জনকে ধরে মারে। এরপরেই সংঘর্ষ হয়।
দক্ষিণ ব্লকের একজন ছাত্রলীগ নেতা বলেন, আমি পার্টি অফিসে ছিলাম। তখন এক ছোট ভাই জানাল ২০৬ এর আল আমিনকে নর্থ ব্লকের জিয়নের কর্মীরা পাইপ, রড দিয়ে মেরেছে।
আহতদের ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তারা সেখানে চিকিৎসাধীন আছেন।