বরিশাল বিভাগে কঠিন লকডাউন আসছে

করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় বরিশাল বিভাগেও কঠিন লকডাউন আসছে। তবে লকডাউনে সাধারণ মানুষ, দরিদ্র ও কর্মহীন মানুষ যাতে দুর্ভোগে না পাড়ে সেবিষয়টির প্রতি অগ্রাধিকার দিয়ে করণীয় ঠিক করা হবে বলে জানিয়েছে প্রশাসন। এব্যাপারে বরিশাল সিটি করপোরেশনের মেয়র, বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসন নীতিগতভাবে একমত পোষণ করেছেন।
শুক্রবার করোনা পরিস্থিতি নিয়ে অনুষ্ঠিত ভার্চুয়াল সভায় বিস্তারিত আলোচনা করা হয়। তবে লকডাউন কবে ও কিভাবে হবে সেব্যাপারে আগামী ২৮ জুন বরিশাল ক্লাবে অনুষ্ঠিত সভায় ঠিক করা হবে।
গতকাল শুক্রবার বিকালে বরিশাল বিভাগীয় কমিশনার মো. সাইফুল ইসলামের সভাপতিত্বে উচ্চ পর্যায়ের প্রশাসনিক কর্মকর্তাদের নিয়ে ভাচুয়াল সভা অনুষ্ঠিত হয়।
সভায় লকডাউন নিয়ে প্রচার-প্রচারণা চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়। সেই সঙ্গে খুলনা ও পশ্চিমাঞ্চলীয় জেলা শহরগুলোর সঙ্গে সবধরনের যোগাযোগ বন্ধেরও সিদ্ধান্ত নেওয়া হয়।
আলোচনাকালে বিভাগীয় কমিশনার জানান, পরিস্থিতি যেভাবে দাঁড়িয়েছে, তাতে কার্যকর লকডাউনের কোনো বিকল্প নেই। ‘আমরা ইতোপূর্বেও লকডাউন আরোপ করেছি, কিন্তু তা খুব একটা কার্যকর হয়নি। এবার যাতে লকডাউন ফলপ্রসূ হয়, সেজন্য সবাইকে একযোগে কাজ করতে হবে। আর এ লক্ষ্যে সমন্বয়ের জন্য সরকারি কর্মকর্তা ও পুলিশ প্রশাসন এবং সিটি করপোরেশনের সঙ্গে জনগণকেও সম্পৃক্ত করতে হবে।’
বরিশালের জেলা প্রশাসক মো. জসিম উদ্দিন হায়দার বলেন, গতকাল সভায় করোনা পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। কবে থেকে লকডাউন হবে সেব্যাপারে সিদ্ধান্ত হয়নি। এব্যাপারে আগামী ২৮ জুন বেলা ১১টায় বরিশাল ক্লাবে সভা অনুষ্ঠিত হবে। যেহেতু বরিশাল মহানগরে প্রাদুর্ভাব বাড়ছে, তাই বরিশাল সিটি করপোরেশনের মেয়র বিষয়টি গুরুত্ব দিয়ে করণীয় ঠিক করার আহ্বান জানিয়েছেন। ওই সভায় ঠিক হবে লকডাউন কোন তারিখ থেকে হবে এবং কতদিনের লকডাউন হবে। একই সঙ্গে বাস্তবায়নে করণীয়ও ঠিক করা হবে। দরিদ্র ও কর্মজীবী মানুষ যাতে দুর্ভোগে না পরে সেবিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হবে। বরিশাল সিটি করপোরেশনের মেয়র সাদিক আবদুল্লাহ, বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম বাদল, ডিআইজি এস এম আক্তারুজ্জামান, পুলিশ কমিশনারসহ বিভিন্ন পর্যায়ের মানুষদের নিয়ে ওই বৈঠক অনুষ্ঠিত হবে।
বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. এইচ এম সাইফুল ইসলাম জানান, বুধবার করোনা আক্রান্তের হার ছিল ৩০ শতাংশ, বৃহস্পতিবার ৩৩ শতাংশ এবং গতকাল শুক্রবার বেড়ে ৪৫ শতাংশে দাঁড়িয়েছে।
বরিশালের সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ বলেন, ‘লকডাউন সর্বাত্মক ও কার্যকর করার জন্য সব পর্যায়ের তরুণ ও সিটি করপোরেশনের লোকবল কাজে লাগানো হবে।’