ঢাকায় চীনের প্রতিরক্ষামন্ত্রী

একদিনের সফরে ঢাকায় এসেছেন চীনের প্রতিরক্ষামন্ত্রী জেনারেল ওয়েই ফিংহে।
গতকাল মঙ্গলবার সকাল পৌনে ১১টার দিকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি।
সেখানে চীনের প্রতিরক্ষামন্ত্রীকে স্বাগত জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম।
বিমানবন্দর থেকে ধানম-ি-৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান ফিংহে এবং বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর পরিদর্শন করেন। বিকেল ৩টায় রাষ্ট্রপতির মো. আবদুল হামিদের সাক্ষাৎ করার কথা রয়েছে চীনা প্রতিরক্ষামন্ত্রীর।
এছাড়া সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদের সঙ্গেও তার বৈঠক করার কথা রয়েছে।
প্রতিরক্ষা সহযোগিতা জোরদার করা, পরিবর্তনশীল ভূরাজনীতি এবং টিকাকূটনীতির কারণে চীনা প্রতিরক্ষামন্ত্রীর এই সফর তাৎপর্যপূর্ণ বলে মনে করেন নিরাপত্তা ও কূটনৈতিক বিশ্লেষকেরা।
ওয়েই ফিংহের ঢাকায় আসার দুই সপ্তাহ আগে বাংলাদেশ ঘুরে গেছেন ভারতের সেনাপ্রধান জেনারেল মনোজ মুকুন্দ নরভানে।