তজুমদ্দিন উপজেলা আ’লীগের নবগঠিত কমিটির পরিচিতি সভা

তজুমদ্দিন উপজেলা আ’লীগের নবগঠিত কমিটির পরিচিতি সভা


তজুমদ্দিন উপজেলা আওয়ামী লীগের নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৩০ নম্ভেবর) বিকেলে আওয়ামীলীগ পার্টি অফিসে ৩নং চাঁদপুর ইউপি চেয়ারম্যান ও নবগঠিত কমিটির সভাপতি আলহাজ্ব ফখরুল আলম জাহাঙ্গীর চেয়ারম্যান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ভোলা-৩ আসনের সাংসদ আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন বলেন আওয়ামী লীগ বর্তমানে অনেক বেশী শক্তিশালী এবং অনেক সু-সংগঠিত  তাই ষড়যন্ত্র শুরু করে দিয়েছে বিএনপি-জামাত ও তাদের দোসররা । গোপনে তারা বিভিন্ন ইস্যু তৈরী করে দেশে বিশৃংখলা সৃষ্টি এবং অস্থিরতা তৈরীর পায়তার করছে । তারা ষড়যন্ত্র করে শেখ হাসিনাকে বার বার হত্যার চেষ্টা করেছে। মহান আল্লাহ তাকে এখনও বাঁচিয়ে রেখেছে বলেই আজ বাংলাদেশ বিশ্বের মাঝে মাথা উচু করে দাড়িয়েছে।  

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন: নবগঠিত কমিটির সাধারন সম্পাদক আলহাজ্ব ফজলুল হক দেওয়ান, সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ হেলাল উদ্দিন সুমন, এ কে এম শহিদুল্যা কিরন , মিজানুর রহমান ফরিদ , মশিউর রহমান নোমান, অধ্যক্ষ মুইন উদ্দিন প্রমুখ ।