তজুমদ্দিনে নেলসন ম্যান্ডেলা গোল্ডেন এ্যাওয়ার্ড পেলেন হাবিবুর রহমান

ভোলার তজুমদ্দিনে শিক্ষা বিস্তারে বিশেষ অবদানের জন্য জার্নালিস্ট সোসাইটি ফর হিউম্যান রাইটস্ এর উদ্যোগে নেলসন ম্যান্ডেলা গোল্ডেন এ্যাওয়ার্ড-২০২১ পেয়েছেন চাপড়ী আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোঃ হাবিবুর রহমান হারুন। কেন্দ্রীয় কচি-কাঁচার মেলা মিলনায়তন, সেগুনবাগিচা, ঢাকায় সংগঠনের ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে “অসাস্প্রদায়িক বাংলাদেশ ও মানবাধিকার প্রতিষ্ঠায় আমাদের করণীয় ” শীর্ষক আলোচনা সভা, গুনীজন সম্মাননা প্রদান ও জমকালো সাংস্কৃতিক অনুষ্ঠানে এই নেলসন ম্যান্ডেলা গোল্ডেন এ্যাওয়ার্ড-২০২১ প্রধান করেন।
সংগঠনের চেয়ারম্যান এ্যাডঃ মোঃ মনির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সুপ্রীম কোট আপীল বিভাগের বিচারপতি মোঃ ছিদ্দিকুর রহমান মিয়া, প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন এ্যাডভোকেট শামসুল হক টুকু এমপি সাবেক স্বরাষ্ট প্রতিমন্ত্রী ও সভাপতি স্বরাষ্ট মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি ।
বিশেষ অতিথি ছিলেন ড. মোহাম্মদ জকরিয়া সাবেক ভারপ্রাপ্ত সচিব বাংলাদেশ নির্বাচন কমিশন , বীর মুক্তিযোদ্ধা মোঃ আনোয়ার হোসেন ডিআইজি বাংলাদেশ পুলিশ, পীরজাদা শহীদুল হারুন অতিরিক্ত সচিব অর্থ মন্ত্রনালয়, কর্ণেল অবঃ আশরাফ আলদ্বীন উপদেষ্টা জার্নালিস্ট সোসাইটি ফর হিউম্যান রাইটস্, কবি মোঃ নুরুল ইসলাম বিপিএম এডিশনাল এস.পি আর্ন্তজাতিক অপরাধ তদন্ত সংস্থা, চিত্রনায়িকা কামরুন নাহার শাহনুর বাংলাদেশ চলচ্চিত্র, স্বাগত বক্তব্য রাখেন সারল্যের কবি শাহ আলম চুন্নু সিনিয়র ভাইস চেয়ারম্যান জার্নালিস্ট সোসাইটি ফর হিউম্যান রাইটস প্রমুখ।