বেওয়ারিশ পশু প্রাণীদের জন্য মানবিক প্রেম

বেওয়ারিশ পশু প্রাণীদের জন্য মানবিক প্রেম

বরিশালে বেওয়ারিশ পশু প্রাণীদের জন্য মানবিক প্রেম নিয়ে এগিয়ে এসেছে সমাজের একঝাক তরুণ। মানুষ যেমন পরিচয় হারিয়ে বেওয়ারিশ হয় তেমনি অনেক পশু প্রানী আছে সব কিছু হারিয়ে বেওয়ারিশ হয়ে পরে। খাবরের জন্য হাহাকার করে। যেমনটা আমাদের শিখিয়েছে মহামারী (কোভিড-১৯)। আমরা উপলব্ধি করতে পেরেছি আমাদের খিদে। ভেঙে পরিছিলাম শুধু পেটের জ্বালায়। ভেবেছি তখন জীবন ও জীবীকার কথা।

বরিশাল নগীরর বিভিন্ন স্থানে দেখা যায় শত পশু প্রাণী পেটে জ্বালায় ছুটছে। ওই খুদা মিটাতে তারুন্যের মানবিক উদ্যোগ, মানবিক প্রেম। বেওয়ারিশ হয়েও পাচ্ছে নিয়মিত খাবার। আর সেই খাবারে যোগান দেয় ‘মেকিং অ্যাসিউর ফুড ফর উনারলেস’ (এম.এ.এফ.ও.এ) নামে একটি ফেসবুক ভিত্তিকক সংগঠন।

বেশ কিছুদিন সময়ের মধ্যেই ওই সংগঠনটি সাড়া ফেলেছে এমন মানবিক উদ্যোগ নিয়ে। বরিশাল নগরীর চৌমাথা, মুনশীর গ্রেজ, অক্সফোর্ড মিশন রোড, বৈদ্যপাড়া, কালিবাড়ী, বরিশাল কলেজ রোডসহ বিভিন্ন স্থানে ঘুরে ঘুরে প্রতিদিন খাবার পরিবেশন করে যাচ্ছে বেওয়ারিশ প্রাণীদের জন্য। প্রতিদিনের খাবারের অবশিষ্ট অংশ ‘বিগ শেফ রেস্টুরেন্ট’ থেকে সংগ্রহ করে গ্রুপের সদস্য মিরাজুর রহমান। ওই খাবার গুলোই ঘুরে ঘুরে পরিবেশন করা হয় পশু প্রাণীদের মধ্যে।

গ্রুপটির পরিকল্পনাকারী রিয়াদ মাহমুদ জানান, করোনা মহামারি কালীন সময় থেকেই আমরা কয়েকজন কাজ করতাম। সেখান থেকেই আমাদের যাত্রা শুরু।এখন একটা পরিবার তৈরি হয়েছে।সবাইকে নিয়েই এক সঙ্গে কাজ করতে চাই। পরবর্তীতে আমাদের লক্ষ্য হচ্ছে ছিন্নমূল পথশিশু ও মানুষদের নিয়ে কাজ করা। অন্তত সপ্তাহে একদিন যাতে আমরা তাদের খাবারের ব্যাবস্থা করতে পারি সে লক্ষ্যে আমরা কাজ করছি।বর্তমানে প্রতি শুক্রবার আমরা সবাই একত্রিত হই এবং একত্রে খাবার দেই। আমাদের এই উদ্যোগের পিছনে যারা সবসময় সাহায্য করে যাচ্ছেন  মিঠুন রায়,আশরাফুর রহমান সাগর, অভি জেনিটসহ আরো অনেকে আছেন।

‘মেকিং অ্যাসিউর ফুড ফর উনারলেস’ (এম.এ.এফ.ও.এ) সঙ্গে নিয়মিত যারা কাজ করছে, মিরাজুর রহমান, শৈলী সরকার, মুনজিরিন খান মমতা।