তজুমদ্দিনে প্রশাসনের ত্রাণ তহবিলে কোস্ট ট্রাস্টের অনুদানের চেক হস্তান্তর

কোভিড-১৯ করোনা ভাইরাস দূর্যোগ মোকাবেলায় ভোলার তজুমদ্দিনে উপজেলা প্রশাসনের ত্রাণ তহবিলে বেসরকারী উন্নয়ন সংস্থা কোস্ট ট্রাস্টের ২৫ হাজার টাকা অনুদানের চেক হস্তান্তর করা হয়েছে।
গতকাল দুপুর আড়াইটায় উপজেলা নির্বাহি কর্মকর্তা মোঃ আশ্রাফুল ইসলামের নিকট কোস্ট ট্রাষ্টের একটি প্রতিনিধিদল এ চেক হস্তান্তর করেন। এ সময় উপস্থিত ছিলেন, কোস্ট ট্রাস্ট চাঁদপুর শাখার ব্রাঞ্চ ম্যানেজার স্মরণ চন্দ্র শীল, কোস্ট ট্রাস্টের (সিএফটিম) প্রোগ্রাম অফিসার রাজীব ঘোষ, সিডিও রিয়াজ উদ্দীন, কোস্ট ট্রাস্ট জলবায়ু ফোরামের সদস্য শামীম হাওলাদার, সংবাদিক হেলাল উদ্দিন লিটন, কামাল উদ্দিন, আরিফ হোসেন প্রমুখ।