তজুমদ্দিনে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

তজুমদ্দিনে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

যথাযোগ্য মর্যাদায় তজুমদ্দিনে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়। একুশের প্রথম প্রহরে শহীদদের স্মরণ করে উপজেলা শহীদ মিনারসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শহীদ মিনারে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা জানিয়েছেন সর্বস্তরের মানুষ।

 রাত ১২.০১ মিনিটে উপজেলা শহীদ মিনারে পূষ্পার্ঘ্য অর্পণ করেন উপজেলা নির্বাহী অফিসার আশরাফুল ইসলাম, উপজেলা চেয়ারম্যান মোশারেফ হোসেন দুলাল, আ’লীগের সভাপতি ফখরুল আলম জাহাঙ্গির, সাধারণ সম্পাদক ফজলুল হক দেওয়ান, জেলা পরিষদের সদস্য মেহেদী হাসান মিশু হাওলাদার। 

এরপর মুক্তিযোদ্ধা সংসদ, পুলিশ প্রশাসন, প্রেসক্লাব, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, আওয়ামীলীগের বিভিন্ন অঙ্গ সংগঠনসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, পেশাজীবী সংগঠন শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।