তারেক রহমান ও ডা. জোবাইদার বিরুদ্ধে মালক্রোকের প্রতিবাদে বরিশালে ৩ বিক্ষোভ

তারেক রহমান ও ডা. জোবাইদার বিরুদ্ধে মালক্রোকের প্রতিবাদে বরিশালে ৩ বিক্ষোভ

বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমান ও তার সহধর্মীনি ডা. জোবাইদা রহমানের বিরুদ্ধে একটি মামলায় মালক্রোকের আদেশের প্রতিবাদে বরিশালে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বিএনপি’র বিভিন্ন সহযোগী সংগঠন। 

শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত নগরীর সদর রোডের বিএনপি দলীয় কার্যালয়ের সামনে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল জেলা ও মহানগর শাখা পৃথকভাবে এই বিক্ষোভের আয়োজন করে। 

সকাল ১১টায় মহানগর যুবদলের সভাপতি আক্তারুজ্জামান শামীমের সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথি ছিলেন মহানগর বিএনপি’র সদস্য সচিব মীর জাহিদুল কবির। বক্তব্য রাখেন জেলা (দক্ষিন) যুবদলের সাধারন সম্পাদক এএইচএম তসলিম উদ্দিন  সহ অন্যরা। সমাবশের আগে দলীয় কার্যালয় চত্ত্বর থেকে যুবদলের একটি মিছিল নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে।                                                                                                                                                                                                  

এদিকে এই ইস্যুতে একই স্থানে বেলা ১২টায় বিক্ষোভ সমাবেশ করে জেলা ও মহানগর স্বেচ্ছাসেবক দল। এর আগে একটি মিছিল করে তারা। 

অপরদিকে বেলা সাড়ে ১২টায় একই ইস্যুতে প্রেসক্লাব চত্ত্বর থেকে জেলা ও মহানগর ছাত্রদলের একটি বিক্ষোভ মিছিল দলীয় কার্যালয়ের সামনে গিয়ে সমাবেশের মাধ্যমে শেষ হয়। 

এসব বিক্ষোভ থেকে বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমান ও তার সহধর্মীনি ডা. জোবাইদা রহমানের বিরুদ্ধে একটি মামলায় মালক্রোকের আদেশ দেয়ায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান বিএনপি নেতারা। এই আদেশ প্রত্যাহার না হলে রাজপথে ফয়সাল হবে বলে তারা জানান।