২১ জুলাই বরিশাল জেলায় করোনায় আক্রন্ত ৪৪ জন
গত ২৪ ঘন্টায় মঙ্গলবার (২১ জুলাই) বরিশাল জেলায় নতুন করে ৪৪ জন করোনা আক্রান্ত হয়েছে।আক্রান্ত হওয়া ৪৪ জন সহ জেলায় মোট ২২১১ জন ব্যক্তি করোনায় আক্রান্ত।গত ২৪ ঘন্টায় ৫৫ জন ব্যক্তি সুস্থতা হয়েছে। জেলায় মোট সুস্থ্য ১১৬৩ জন। গত ২৪ ঘন্টায় মৃত্যুবরণকারী কোন ব্যক্তির তথ্য পাওয়া যায়নি। এ পার্যন্ত জেলায় ৩৭ জন করোনা আক্রান্ত ব্যক্তি মৃত্যু হয়েছে।
সোমবার রাতে ১১টার পরে বরিশাল জেলা প্রশাসনের মিডিয়া সেল ওই তথ্য নিশ্চিত করেছেন।
ঢাকার ইনস্টিউট ফর ডেভেলপিং সায়েন্স এন্ড হেলথ ইনিশিয়েটিভস তথ্য অনুযায়ী আগৈলঝাড়া উপজেলার ৭ জন, উজিরপুর উপজেলার ৫ জন, বাবুগঞ্জ উপজেলার ২ জন সহ মোট ১৪ করোনা আক্রান্ত ব্যক্তি শনাক্ত হয়েছে।
শের-ই-বাংলা মেডিকেল কলেজ থেকে প্রাপ্ত রিপোর্ট অনুযায়ী গৌরনদী উপজেলার ৪ জন, আগৈলঝাড়া উপজেলার ১ জন, বরিশাল সিটি কর্পোরেশন অধিভুক্ত ব্রাউন কম্পাউন্ড এলাকার ৭ জন, মেডিকেল স্টাফ কোয়ার্টার এলাকার ৩ জন, কাউনিয়া এলাকার ২ জন, হসপিটাল রোড, আলেকান্দা, পুলিশ লাইন রোড, বাংলাবাজার, মুসলিম গোরস্থান রোড, রুপাতলি, নবগ্রাম রোড, ভাটিখানা প্রত্যেক এলাকার ১ জন ৮ জন, ব্যাংকে কর্মরত ১ জন, বরিশাল মেট্রোপলিটন পুলিশে কর্মরত ২ জন, জেলা পুলিশে কর্মরত ১ জন, শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের ১ জন চিকিৎসকসহ মোট ৩০ জন করোনা আক্রান্ত ব্যক্তি শনাক্ত হয়েছে।
উল্লেখ্য, গত ১২ এপ্রিল এ জেলায় প্রথমবারের মতো মেহেন্দীগঞ্জ ও বাকেরগঞ্জ উপজেলায় ০২ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়।
জেলা প্রশাসন বরিশালের পক্ষ থেকে সকলকে মাস্ক পরিধানপূর্বক স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব মেনে গণপরিবহনে চলাচল, দাপ্তরিক কর্মকান্ড ও সংশ্লিষ্ট অন্যান্য কার্যক্রম পরিচালনা করার জন্য অনুরোধ জানানো হয়েছে ।