তালতলী সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন

বরগুনার তালতলীতে দুই সাংবাদিকের উপর হামলার প্রতিবাদে ও দোষীদের বিচারের দাবীতে মানববন্ধন করেছেন স্থাণীয় সাংবাদিকবৃন্দ।
আজ শুক্রবার সকাল ১১ টায় উপজেলার উজ্জ্বল চত্বরের সামনে তালতলী উপজেলা সাংবাদিক ইউনিয়নের ব্যানারে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। সাংবাদিক ইউনিয়নের সভাপতি মোঃ ইউছুফ আলীর সভাপতিত্বে ঘন্টাব্যাপী মানববন্ধনে বক্তব্য রাখেন বরগুনা সাংবাদিক ইউনিয়নের অর্থ সম্পাদক ও ইন্ডিপেন্ডেট টেলিভিশনের বরগুনা জেলা প্রতিনিধি আরিফুর রহমান ফসল, তালতলী উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আরিফুর রহমান, স্থাণীয় সাংবাদিক ইব্রাহীম, পলাশ ও সমাজকর্মী ফয়সাল প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, বর্তমানে দেশের বিভিন্ন জায়গায় সাংবাদিকরা দুর্নীতি এবং অনিয়মের খবর সংগ্রহকালে হামলার শিকার হচ্ছে। তাললতলী উপজেলা এলজিইডি প্রকৌশলী আহাম্মদ আলী প্রতিটি কাজে ঠিকাদারের কাছ থেকে ১০% উৎকোচ নেয়। এলজিইডির সকল কাজে অনিয়ম ও দুর্ণীতি হচ্ছে। কিন্তু সাংবাদিকরা এ দপ্তরে তথ্য চাইতে গেলে আহাম্মদ আলী ও তার সহকারীরা সাংবাদিকদের তথ্য তো দেই না উল্টো সাংবাদিকদের লাঞ্ছিত করেন। সাংবাদিকরা এখন পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে নিরাপত্তাহীনতায় পড়ে। এই ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে হামলাকারীদের আটক করতে পুলিশকে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছেন। অন্যথায় পরবর্তীতে কঠোর কর্মসূচীর দেয়ার হুশিয়ারী দেন।
উল্লেখ্য, তালতলী উপজেলার কড়াইবাড়িয়া ইউনিয়নের ঝাড়াখালী গ্রামে একটি কালভার্ট ও সড়ক নির্মানে অনিয়মের অভিযোগে তালতলী এলজিইডির অফিসে গত ৯ মার্চ তথ্য সংগ্রহ করতে যান ওই দুই সাংবাদিক। ওই সময় প্রকৌশলী আহাম্মদ আলী তাদের সাথে ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখান এবং তার এক সহকারীকে ডেকে কালভার্টের নির্মাণ কাজ বন্ধ করার নির্দেশ দেন। পরে তিনি সাংবাদিকদের চায়ের দাওয়াত দিয়ে তথ্য নিতে গতকাল (বৃহস্পতিবার) তার কার্যালয়ে আসতে বলেন। সে অনুযায়ী গতকাল (বৃহস্পতিবার) দুপুরে দৈনিক নয়াদিগন্ত তালতলী উপজেলা প্রতিনিধি মোঃ ইউছুফ আলী ও দৈনিক অধিকার প্রতিনিধি শাহাদাত হোসেন তথ্য সংগ্রহ করতে তার কার্যালয়ে যায়। তখন উপজেলা প্রকৌশলীর অফিস কক্ষটি বন্ধ থাকায় সাংবাদিকদ্বয় প্রকৌশলীর নাম ফলকের ছবি তুলতে গেলে অফিস সহায়ক (পিয়ন) শাকিল (২৪) সাংবাদিকদের সাথে অহেতুক তর্ক-বিতর্কের সৃষ্টি করে তাদেরকে কিল ঘুষি ও লাথি মেরে তাদের সাথে থাকা মোবাইল ও ক্যামেরা ছিনিয়ে নেয়ার চেষ্টা করে। এসময় তাদেরকে একটি কক্ষের মধ্যে বাহির থেকে তালা দিয়ে আটকে রাখে। পরে সাংবাদিকদ্বয় ওই কক্ষ থেকে বের হয়ে তালতলী থানা অফিসার ইনচার্জকে বিষয়টি অবহিত করে এবং ওই দিন তালতলী থানায় একটি সাধারণ ডায়েরী করেন। ডায়েরী নং-৪২৯ তারিখ-১১ মার্চ ২০২১।
এ বিষয়ে তালতলী থানার অফিসার ইনচার্জ মোঃ কামরুজ্জামান মিয়া মুঠোফোনে বলেন, ওই ঘটনায় উভয় পক্ষ থানায় সাধারণ ডায়েরী করেছেন। আমরা উভয় পক্ষের সাধারণ ডায়েরী আদালতে পাঠিয়ে দেবো। আদালতের বিজ্ঞ বিচারক এর নির্দেশ মোতাবেক পরবর্তী আইনগত ব্যবস্থা নেব।