তালেবানের বিরুদ্ধে বিচারবহির্ভূত হত্যাকা-ের অভিযোগ

জাতিসংঘের পক্ষ থেকে মঙ্গলবার বলা হয়েছে, তাদের কাছে বিশ্বাসযোগ্য অভিযোগ এসেছে যে, আফগানিস্তানে শতাধিক বিচারবহির্ভূত হত্যাকা-ে তালেবান জড়িত। সংস্থাটির মানবাধিকার বিষয়ক উপ-প্রধান নাদা আল-নাশিফ জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলে এই তথ্য তুলে ধরেছেন। ফরাসি বার্তা সংস্থা এএফপি এখবর জানিয়েছে।
নাদা আল-নাশিফ জানান, ১৫ আগস্টের পর থেকে তালেবান শাসনে সাধারণ ক্ষমা ঘোষণার পরও এসব হত্যাকা- উদ্বেগজনক। তিনি বলেন, আগস্ট থেকে নভেম্বর পর্যন্ত আফগানিস্তানের নিরাপত্তা বাহিনী ও আগের সরকার সংশ্লিষ্ট শতাধিক সাবেক সদস্যকে হত্যার বিশ্বাসযোগ্য অভিযোগ আমরা পেয়েছি। এসব হত্যাকা-ের অন্তত ৭২টিতে তালেবান জড়িত ছিল।
তিনি আরও বলেন, একাধিক হত্যাকা-ের ঘটনায় নিহতদের লাশ প্রকাশ্যে প্রদর্শন করা হয়েছে। এতে জনগণের মনে ভয় ধরিয়েছে।
মার্কিন মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচের একটি প্রতিবেদনে ৪৭টি হত্যাকা-ের ঘটনায় যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশের সমালোচনার পর এই মন্তব্য করলেন নাদা আল-নাশিফ। আফগানিস্তানের মানবাধিকার পরিস্থিতি নিয়ে নিয়মিত তথ্য জানানোর অংশ হিসেবে তিনি এই মন্তব্য করেন।
তালেবান মুখপাত্র কারি সায়েদ খোস্তি এই প্রতিবেদন প্রত্যাখ্যান করেছেন। বিচারবহির্ভূত হত্যাকা-ের অভিযোগকে তিনি প্রমাণের ভিত্তিতে করা হয়নি বলে দাবি করেছেন।