বিএনপি এখন টেলিফোনে প্রেমালাপ শুরু করেছে: নানক

বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক বলেছেন, বিএনপি এত দিন আন্দোলন আন্দোলন খেলা করেছে। এখন তারা টেলিফোনে প্রেমালাপ শুরু করেছে। খালেদা জিয়ার মুক্তি দিতে পারে কেবল আদালত। আওয়ামী লীগের হাতে মুক্তির কোনো পত্র নেই।
শনিবার বিকেলে মুজিব বর্ষ উপলক্ষে জামালপুর জেলা আওয়ামী লীগের উদ্যোগে জামালপুর জিলা স্কুল মাঠে অনুষ্ঠিত জনসভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব বলেন।
তিনি আরো বলেন, খুনি মোশতাক ও খুনি জিয়াউর রহমানরা বঙ্গবন্ধুকে হত্যা করে ইতিহাসের পাতা থেকে তার নাম মুছে ফেলতে চেয়েছিল। কিন্তু তারাই আজ ইতিহাসের আস্তাকুঁড়ে নিক্ষিপ্ত হয়েছে। তারাই নিশ্চিহ্ন হয়ে গেছে। শেখ হাসিনার নেতৃত্বে মুজিব বর্ষ যেমন পালন হচ্ছে, তেমনি স্বাধীনতার ৫০ বছর পূর্তিও পালন হবে।
জামালপুর জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাড. বাকী বিল্লাহর সভাপতিত্বে জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য কৃষি মন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক।
কৃষিমন্ত্রী বলেন, ড. কামাল হোসেন লাথি দিয়ে সরকারের পতন ঘটাতে চাইছেন। আসলে তার কোনো ইমান নাই। তাই নিজের সম্মান ধরে রাখতে পারে নাই। তিনি নিজে জীবনে দুবার বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছিলেন। কিন্তু এখন বলছেন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হলে তা আইন সম্মত নয়।
জনসভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রেসিডিয়াম সদস্য আব্দুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক আফম বাহাউদ্দিন নাসিম, সাংগঠনিক সম্পাদক আহম্মদ হোসেন, মির্জা আজম, শফিউল আলম চৌধুরী নাদেল, বিএম মোজাম্মেল হক, তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান, সাংস্কৃতিক সম্পাদক অসীম কুমার উকিল, শিক্ষাবিষয়ক সম্পাদক শামসুন্নাহার চাঁপা প্রমুখ।
জনসভার সঞ্চালনা করেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফারুক আহাম্মেদ চৌধুরী।