তাসনুভা তিশার বিয়ে

তাসনুভা তিশার বিয়ে

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তাসনুভা তিশার বাগদান সম্পন্ন হয় গত ১৫ জানুয়ারি। এবার সেরে ফেললেন বিয়েও। ২ ফেব্রুয়ারি, বুধবার পারিবারিক আয়োজনে প্রিন্স আসকারের সাথে সম্পন্ন হয়েছে এ জুটির বিয়ের অনুষ্ঠানিকতা। বিয়ের অনুষ্ঠানে দুই পরিবারের সদস্য ছাড়াও বর-কনের ঘনিষ্ঠজনেরা উপস্থিত ছিলেন। শোবিজ অঙ্গন থেকে উপস্থিত হতে দেখা গেছে হাতে গোনা কয়েকজনকে। এর মধ্যে শ্যামল মাওলা, মাহা সিকদার, নিলয় আলমগীর ও সিনথিয়া ইয়াসমিনকে দেখা গেছে। তারা সহকর্মী তাসনুভা তিশার বিয়ের ছবি নিজেদের সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। বিশেষ করে মাহা সিকদার নিজের একটি ইউটিউব চ্যানেলে তাসনুভা তিশা-আসকারের বিয়ের কয়েক মিনিটের একটি ভিডিও পোস্ট করে অভিনন্দন জানান।

পূর্ব নির্ধারিত তারিখ অনুযায়ী গত ৩১ জানুয়ারি রাতে অনুষ্ঠিত হয় তাসনুভা তিশার গায়ে হলুদের অনুষ্ঠান।

কয়েক মাস আগে আসকারের সঙ্গে পরিচয় হয় তিশার। এরপর দুজন দুজনকে কাছ থেকে দেখা ও জানাশোনা। একটু একটু করে তাদের মধ্যে ভালোবাসার সম্পর্ক গড়ে উঠে। প্রেমের সম্পর্কে থাকার সময়েই দুজন দুজনের পরিবারকে বিষয়টি জানান এবং তারা সম্মতি দিলে তারা বিয়ের জন্য প্রস্তুত হন।


পিআর/ডিআর