তিন ফরম্যাটেই বিসিবির কেন্দ্রীয় চুক্তিতে সাকিব

তিন ফরম্যাটেই বিসিবির কেন্দ্রীয় চুক্তিতে সাকিব

২০২২ সালের জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত কেন্দ্রীয় চুক্তিতে থাকা ক্রিকেটারদের তালিকা প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। যেখানে তিন ফরম্যাটের চুক্তিতেই রাখা হয়েছে ৩০ এপ্রিল পর্যন্ত সব ধরনের ক্রিকেট থেকে বিশ্রামে থাকা সাকিব আল হাসানকে।

বৃহস্পতিবার সন্ধ্যায় নতুন কেন্দ্রীয় চুক্তির তালিকা প্রকাশ করে বিসিবি। সব মিলে ২১ ক্রিকেটারকে রাখা হয়েছে এ বছরের চুক্তিতে।

সাকিবসহ শুধু মাত্র তিন ফরম্যাটের চুক্তিতে আছেন মাত্র পাঁচ ক্রিকেটার। অন্যরা হলেন- মুশফিকুর রহিম, লিটন দাস, তাসকিন আহমেদ ও শরীফুল ইসলাম।

ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল টি-টোয়েন্টির চুক্তিতে নেই। শুধু ওয়ানডে ও টেস্টের চুক্তিতে রয়েছেন টি-টোয়েন্টি থেকে ৬ মাসের বিরতি নেওয়া এই ওপেনার। তামিম বাদে শুধু টেস্ট ও ওয়ানডের চুক্তিতে আছেন মেহেদী হাসান মিরাজ।

টি-টোয়েন্টি অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ ওয়ানডে ও টি-টোয়েন্টির চুক্তিতে আছেন। গত বছর টেস্ট থেকে অবসর নিয়েছেন অভিজ্ঞ এই অলরাউন্ডার।

মাহমুদউল্লাহর মতো মোস্তাফিজুর রহমান ও আফিফ হোসেন ধ্রুব শুধু ওয়ানডে ও টি-টোয়েন্টির চুক্তিতে আছেন।

টেস্ট অধিনায়ক মুমিনুল হক শুধু লাল বলের ক্রিকেটের চুক্তিতে আছেন। তার সঙ্গে তাইজুল ইসলাম, নাজমুল হোসেন শান্ত, এবাদত হোসেন, সাদমান ইসলাম, ইয়াসির আলি চৌধুরী ও মাহমুদুল হাসান জয় শুধু মাত্র টেস্টের চুক্তিতে রয়েছেন।নুরুল হাসান সোহান, নাসুম আহমেদ, নাঈম শেখ ও শেখ মেহেদি হাসানকে শুধু মাত্র টি-টোয়েন্টির চুক্তিতে রাখা হয়েছে।