তীব্র গরমে বরিশাল নগরীর প্রাণকেন্দ্রে রিক্সা চালকের মৃত্যু

বরিশাল নগরীর প্রাণকেন্দ্র সদররোডে তীব্র গরমে রাজা মিয়া (৬০) নামে এক রিক্সা চালকের মৃত্যু য়েয়েছে।
মঙ্গলবার বেলা ১১টার দিকে নগরের সর রোডে ল্যাবএইড ক্লিনিকের সামন ওই দুর্ঘটনা ঘটে। রাজা মিয়া নগরীর বগুড়া রোড এলাকায় বসবাস করতো।
সদররোডে বে-সরকারী ল্যাব এইড হাসপাতালের গার্ড সদস্যরা জানান, দুর্ঘটনাটির ঠিক কয়েক মিনিট আগে রিক্সা চালক তাদের ল্যাব এইডের সামনে রিকশা থামিয়ে দাড়ান। এসম তার শরীরে কয়েকবার কাপুনী দিয়ে রাস্তায় পড়ে যায়। তাকে ধরে দ্রুত ল্যাব এইডের ট্রলিতে রেখে সেবা দেয়ার চেষ্টা করা হয়।
খবর পেয়ে কোতয়ালী মডেল থানার টহলরত এ.এস.আই রিয়াজুল ইসলাম রাজা মিয়াকে সদর জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানের আবাসিক মেডিকেল অফিসার ডা. মলয় কৃষ্ণ রিক্সা চালককে মৃত বলে ঘোষণা করেন।
এ.এস.আই রিয়াজ বলেন, ল্যাব এইডে রাখা অবস্থায় রাজা মিয়ার মেয়ে মাহিনুর ও ছেলে ইমন সংবাদ পেয়ে দ্রুত চলে আসলে তাদেরকে সঙ্গে নিয়ে সদর হাসপাতালে নিয়ে যাই। পড়ে সেখানে বসে ছেলে ও মেয়ের কাছে তাদের পিতার লাশ হস্তান্তর করা হয়।
উল্লেখ্য বেশ কিছুদিন যাবৎ প্রচন্ড গরম ও তাপদায়ে নগরীর মানুষ ক্লান্ত হয়ে পড়েছে। বরিশাল আবহাওয়া দপ্তরের উচ্চ পর্যবেক্ষক আনিসুর রহমান জানান গতকাল মঙ্গলবার বরিশালে তাপমাত্রা ছিল ৩৭. ৫ ডিগ্রি সেলসিয়াস।