থাইল্যান্ড ও মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে ড. মুহাম্মদ ইউনূসের বৈঠক

সুইজারল্যান্ডের দাভোসে অনুষ্ঠিত ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের (ডব্লিউইএফ) সম্মেলনের ফাঁকে থাইল্যান্ডের প্রধানমন্ত্রী পাইতংতার্ন সিনাওয়াত্রা ও মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে বৈঠক করেছেন গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা ও প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। মঙ্গলবার (২১ জানুয়ারি) এই বৈঠক অনুষ্ঠিত হয় বলে প্রধান উপদেষ্টার প্রেস উইং নিশ্চিত করেছে।
ড. ইউনূস দুই দেশের নেতাদের সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। তবে আলোচনার নির্দিষ্ট এজেন্ডা সম্পর্কে বিস্তারিত কিছু জানা যায়নি।
ড. মুহাম্মদ ইউনূস সোমবার (২০ জানুয়ারি) রাতে সরকারি সফরে সুইজারল্যান্ডের দাভোসের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন। মঙ্গলবার (২১ জানুয়ারি) বাংলাদেশ সময় বিকাল ৫টা ২০ মিনিটে তিনি সুইজারল্যান্ডে পৌঁছান। তাকে অভ্যর্থনা জানান সুইজারল্যান্ডে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি তারেক মোহাম্মদ আরিফুল ইসলাম।
চার দিনের সফর শেষে ড. ইউনূস আগামী ২৫ জানুয়ারি বাংলাদেশে ফিরে আসবেন।