লাওসের বিরুদ্ধে বিশ্বকাপ বাছাইয়ের অ্যাওয়ে ম্যাচের আগে প্রথম প্রস্তুতি ম্যাচ ড্র করেছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। মঙ্গলবার থাইল্যান্ডের ব্যাংককে বাংলাদেশ এগিয়ে গিয়েও ১-১ গোলে ড্র করেছে থাই লিগ-২ এর ক্লাব এয়ার ফোর্স ইউনাইটেড এফসির বিরুদ্ধে।
বাংলাদেশের হয়ে গোল করেছেন বিপলু আহমেদ। ৬ মিনিটে বক্সের মাথা থেকে দারুণ এক শটে স্বাগতিক ক্লাবের জাল কাঁপান শেখ রাসেল ক্রীড়া চক্রের এ ফরোয়ার্ড।
তবে বেশিক্ষণ এগিয়ে থাকতে পারেনি লাল-সবুজ জার্সিধারীরা। ১০ মিনিট পরপরই ফ্রি কিক থেকে গোল করে ম্যাচে ফেরে স্বাগতিক ক্লাবটি।
ম্যাচের পর ব্যাংকক থেকে দলের ম্যানেজার সত্যজিৎ দাস রুপু জাগো নিউজকে বলেছেন, ‘ছেলেরা ভালোই খেলেছে। কোচ সব খেলোয়াড়কেই এই ম্যাচে নামিয়ে ঝালিয়ে নিয়েছেন। বলতে গেলে দুই অর্ধে দুটি একাদশ খেলিয়েছেন কোচ।’
থাইল্যান্ডে বাংলাদেশ দ্বিতীয় ও শেষ প্রস্তুতি ম্যাচ খেলবে শনিবার ব্যাংকক গ্লাস পাথম ইউনাইটেডের বিরুদ্ধে। এর পর ৩ জুন বাংলাদেশ দল ব্যাংকক থেকে যাবে লাওস। সেখানে ৬ জুন স্বাগতিকদের সঙ্গে কাতার বিশ্বকাপ বাছাইয়ের প্রথম পর্বে অ্যাওয়ে ম্যাচটি। লাওসের বিরুদ্ধে হোম ম্যাচ ১১ জুন ঢাকায়।