দুই দিনে আমতলীতে ২৬ জন করোনায় আক্রান্ত

দুই দিনে আমতলীতে ২৬ জন করোনায় আক্রান্ত

বরগুনার আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নমুনা পরীক্ষায় গত দুই দিনে উপজেলার ২৬ ব্যক্তি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। এদের মধ্যে ১১ জনকে হাসপাতালে এবং ১৫ জনকে বাড়ীতে আইসোলেশনে রেখে চিকিৎসা দেয়া হচ্ছে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, গতকাল (সোমবার) এবং আজ (মঙ্গলবার) হাসপাতালে ৫৯ জন ব্যক্তি নমুনা দেয়। এদের মধ্যে ২৬ জন মরনঘাতি করোনাভাইরাসে আক্রান্ত হয়। এদের মধ্যে গুরুত্বর ১১ জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের করোনা ইউনিটে ভর্তি করা হয়েছে। বাকী ১৫ জনকে বাড়ীর আইসোলেশনে রেখে মুঠোফোনে চিকিৎসা দেয়া হচ্ছে বলে হাসপাতাল কর্তৃপক্ষ নিশ্চিত করেছেন।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আবদুল মুনয়েম সাদ বলেন, ২ দিনে ৫৬ জনের নমুনা পরীক্ষায় ২৬ জন করোনা পজিটিভ অর্থাৎ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। এদের মধ্যে ১১ জন হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি করে এবং বাকী আক্রান্তের বাড়ীর আইসোলেশনে রেখে যথাযথ চিকিৎসা সেবা প্রদান করা হচ্ছে।