বরিশালে কঠোর অবস্থানে প্রশাসন ও আইন শৃঙ্খলা বাহিনী

বরিশালে লকডাউনের ৫ম দিনে ঘরের বাইরে রাস্তাঘাটে মানুষজনের সমাগম বেড়েছে। ব্যাংক-বীমা খোলা থাকায় রাস্তায় বেড়েছে রিক্সা, মোটর সাইকেল এবং ব্যক্তিগত যান চলাচল। আগের ৪ দিনের চেয়ে গতকাল দোকানপাঠও বেশী খুলেছে। অপরদিকে লকডাউন এবং স্বাস্থ্যবিধি বাস্তবায়নে কঠোর ভূমিকায় রয়েছে জেলা প্রশাসন, সেনা বাহিনী, বিজিবি, র্যাব এবং পুলিশ।
সোমবার লকডাউনের ৫ম দিনে অনেকটা পুরনো চেহারায় ফিরেছে বরিশাল নগরী। সকাল থেকে রাস্তায় প্রচুর মানুষ দেখা গেছে। বেড়েছে রিক্সা, মোটর সাইকেল এবং ব্যক্তিগত যানবাহন চলাচল।
সাধারণ মানুষ বলছেন, নানা প্রয়োজনে রাস্তায় বের হতে হচ্ছে। বিশেষ করে ব্যাংক খোলা থাকায় ব্যাকিং করতে হচ্ছে। এছাড়া খাদ্য সংস্থানের জন্যও রাস্তায় নেমেছেন অনেকে। তবে কিছু কৌতুহলী মানুষ অযথা রাস্তায় বেড়িয়েছেন লকডাউন পরিস্থিতি দেখতে। এদিকে গত ৪ দিনের চেয়ে গতকাল দিনে দোকানপাঠ বেশী খুলেছে। জরুরী নয় এমন সব দোকানপাঠও খুলতে শুরু করেছে। যদিও রাস্তায় বের হওয়া মানুষ নানাভাবে জিজ্ঞাসাবাদের মুখে পড়ছে প্রশাসন এবং আইন শৃঙ্খলা বাহিনীর।
জেলা প্রশাসনের সহকারী কমিশনার সুব্রত বিশ^াস দাস জানান, জেলা এবং মহানগরীতে লকডাউন ও স্বাস্থ্যবিধি বাস্তবায়নে ২০টি ভ্রাম্যমান আদালত পরিচালিত হয়েছে। কেউ অযথা রাস্তায় বের হলে কিংবা স্বাস্থ্যবিধি উপেক্ষা করলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।
এদিকে গত ৪ দিনের চেয়ে গতকাল নগরীতে আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতা বেড়েছে। বেলা সাড়ে ১১টায় নগরীর নথুল্লাবাদ কেন্দ্রীয় বাস টার্মিনালে চেকপোস্ট পরিদর্শন করেন র্যাবের উর্ধ্বতন কর্মকর্তারা। এছাড়াও নগরীতে টহল জোড়দার করেছে র্যাব। সেনা বাহিনী এবং বিজিবিও নগরীর বিভিন্ন স্থানে রাস্তায় বের হওয়া মানুষকে নানাভাবে জিজ্ঞাসাবাদ করেছে। জোড়দার করেছে টহল।