দুইলক্ষ গলদা চিংড়ির রেনু পোনা জব্দ পটুয়াখালীতে

দুইলক্ষ গলদা চিংড়ির রেনু পোনা জব্দ পটুয়াখালীতে

র‍্যাব-৮, সিপিসি-১ পটুয়াখালী ক্যাম্প এর একটি বিশেষ আভিযানিক দল পটুয়াখালী জেলার গলাচিপায় অভিযান চালিয়ে দুই লক্ষ গলদা চিংড়ি রেনু পোনা জব্ধ করেছে। রেনু পোনা পাচারের সাথে জড়িত সময় পাঁচজনকে আটক করা হয়। 

২৩ এপ্রিল রাত পৌনে ১০টায় গোপন খবরের ভিত্তিতে র‍্যাব-৮ পটুয়াখালী ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার মোঃ রবিউল ইসলামের নেতৃত্বে র‍্যাবের একটি অভিযানিক দল গলাচিপা পৌরসভার  সিদ্দিক প্যাদা রোড এলাকায় অভিযান চালিয়ে উক্ত রেনু পোনা আটক করে। 

এসময় গলদা চিংড়ির রেনু পোনা ধরার অপরাধে আসামী  আটক আবুল কাশেম (৪০)কে ১৫ দিনের সশ্রম কারাদন্ড, কবির মুন্সী (২৫)কে সাত দিনের , দিলীপ দাস(৬৫)কে ৩০ দিনের,  মোঃ মাসুম বিল্লাহ (২৬), কে ১,০০০ টাকা এবং মোঃ জসিম উদ্দিন (৩৫)কে ২,০০০ টাকা সহ সর্বমোট ৩,০০০ টাকা জরিমানা প্রদান করা হয়। 

এ সময় ভ্রাম্যমান আদালতে নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ নজরুল ইসলাম মোবাইল কোর্ট পরিচালনা করে উক্ত আটক পাঁচজনকে দন্ড বিধি ১৮৬০ এর ১৮৮ ধারা মোতাবেক উক্ত কারাদন্ড ও অর্থদন্ড প্রদান করেন।