পটুয়াখালীতে জেলা আওয়ামীলীগ সহ-সভাপতি সুলতান মৃধার ইফতার বিতরণ

করোনা কালীন সময়ে দেশের মানুষ যখন অসহায় দুস্থ দিন মজুর কাজ পায়না তখন তাদের পাশে দারালেন জেলা আওয়ামীলীগ সহ-সভাপতি এড.সুলতান মৃধার দেশে করোনাকালিন সময় মানুষের কোন দুর্ভোগ না হয়, তার জন্য দুঃস্থ, অসহায়, দিনমজুর, শ্রমিক, মেহনতী মানুষের পাশে দাড়াতে দলীয় নেতা-কর্মীসহ বিত্তবানদের এগিয়ে আসার আহবান জানিয়েছেন প্রধানমন্ত্রী।
পটুয়াখালীতে প্রধানমন্ত্রীর এ আহবানে সাড়া দিয়ে এগিয়ে এলেন জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি, সদর উপজেলা পরিষদ ও পটুয়াখালী পৌরসভার সাবেক চেয়ারম্যান দৈনিক পটুয়াখালী পত্রিকার সম্পাদক আলহাজ¦ এ্যাডভোকেট মোঃ সুলতান আহমেদ মৃধা।
তিনি ২৪ এপ্রিল শনিবার বিকাল ৫ টায় লোহালিয়া খেয়াঘাট এলাকায় শতাধিক দুঃস্থ, অসহায়, পথচারী মানুষের মাঝে উন্নতমানের ইফতার সামগ্রী বিতরণ করেন। এ সময় উপস্থিত ছিলেন পটুয়াখালী প্রেসক্লাবের সাধারন সম্পাদক জালাল আহমেদ, জনতা কলেজের অধ্যাপক মোঃ নাসির মৃধা, জেলা যুবলীগ সদস্য মোঃ অসীম মৃধা, প্রেসক্লাবের অর্থ বিষয়ক সম্পাদক আবুল হোসেন তালুকদার, সদস্য জাকারিয়া হৃদয়, আতিকুল আলম সোহেল, চিন্ময় কর্মকারসহ অন্যান্য সাংবাদিক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এ ইফতার বিতরণকালে এ্যাডভোকেট সুলতান আহমেদ বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার আহবানে করোনার সময় পবিত্র মাহে রমজানে পটুয়াখালীতে জেলা আওয়ামীলীগ, কৃষকলীগ, ছাত্রলীগ অসহায় মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরন করে আসছে। ব্যক্তিগত উদ্যোগে শতাধিক মানুষের মাঝে ইফতার বিতরণ করা হয়েছে। সামনে অসহায় মানুষের মাঝে ব্যক্তিগতভাবে সোধ্যের মধ্যে ত্রান সামগ্রী বিতরণ করা হবে। তিনি করোনার আপদকালিন সময় অসহায় মানুষের জন্য বৃত্তবানদের এগিয়ে আসারও আহবান জানান।