দুর্নীতির অভিযোগ : বিসিসির স্বাস্থ্য পরিদর্শককে অব্যাহতি

দুর্নীতির অভিযোগ : বিসিসির স্বাস্থ্য পরিদর্শককে অব্যাহতি

বরিশাল সিটি করপোরেশনের স্বাস্থ্য পরিদর্শক (প্রেষনে নিযুক্ত) সৈয়দ এনামুল হককে তার দায়িত্ব থেকে অব্যাহতি দেয়া হয়েছে। বুধবার সিটি করপোরেশনের এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে সিটি করপোরেশন। আর্থিক অনিয়ম, গ্রাহক হয়রানী এবং দুর্নীতির কারণে তাকে দায়িত্ব থেকে অব্যাহতি দেয়া হয়েছে বলে জানিয়েছেন সিটি করপোরেশনের প্রশাসনিক কর্মকর্তা স্বপন কুমার দাস। 

তিনি জানান, সৈয়দ এনামুল হকের বিরুদ্ধে কয়েকজন গ্রাহক লিখিত অভিযোগ করেন সিটি করপোরেশনে। নগরীর ১০ নম্বর ওয়ার্ডের ডিসিঘাট সংলগ্ন দি রিভারভিউ রেস্টুরেন্টের মালিক মাহমুদ হোসেন আশরাফ তার প্রতিষ্ঠানের স্যানিটারী লাইসেন্স করার জন্য গত ৪ অর্থ বছরের ফি বাবদ মোট ১৫ হাজার ৫শ টাকা জমা দেন। এর বিপরীতে ৩ হাজার টাকার মেমো রশিদ দেন তাকে। এছাড়া নগরীর ৬ নম্বর ওয়ার্ডের বেলতলা বাজারের আরব বেকারীর মালিক আলামিনের কাছ থেকে লাইসেন্স দেয়ার কথা বলে ৪ হাজার টাকা নেন তিনি। কিন্তু তাকে লাইসেন্স দেয়নি সে। সম্প্রতি ওই বেকারীতে গিয়ে এনামুলের ২ হাজার টাকা নেয়ার ভিডিও ক্লিপ সংরক্ষিত আছে বেকারী মালিকের কাছে। 

তদন্তে অভিযোগের প্রাথমিক সত্যতা পায় সিটি করপোরেশন। এ কারণে তাকে সিটি করপোরেশনের স্বাস্থ্য পরিদর্শকের দায়িত্ব থেকে অব্যাহতি দেয়া হয়েছে। একই সাথে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার স্বাস্থ্য মন্ত্রণালয়ে চিঠি দেয়া হয়েছে বলে জানান বিসিসির প্রশাসনিক কর্মকর্তা স্বপন কুমার দাস। 

 

RSBP