দেশে করোনায় একদিনে মৃত্যু ৪৭, শনাক্ত ২২১১

দেশে  করোনায় একদিনে মৃত্যু ৪৭, শনাক্ত ২২১১

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে চব্বিশ ঘণ্টায় আরও ৪৭ জনের মৃত্যু হয়েছে। এই সময়ে ১৩ হাজার ৭৪১ টি নমুনা পরীক্ষা করে সংক্রমণ ধরা পড়েছে ২ হাজার ২১১ জনের শরীরে।

দেশে গত মার্চের শুরুর দিকে কভিড-১৯ এর সংক্রমণ শনাক্ত হওয়ার পর শুক্রবার পর্যন্ত মোট মৃতের সংখ্যা দাঁড়াল ৪ হাজার ১৭৪ জনে।

আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩ লাখ ৬ হাজার ৭৯৪ জন। এর মধ্যে নতুন করে ৩ হাজার ৩৭৮ জনসহ মোট সুস্থ হয়েছেন ১ লাখ ৯৬ হাজার ৮৩৬ জন।

দেশের সবশেষ করোনা পরিস্থিতি নিয়ে শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।